X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মায়ের আশীর্বাদ নিতে গুজরাট যাচ্ছেন মোদি

বিদেশ ডেস্ক
২৬ মে ২০১৯, ০৮:৪৮আপডেট : ২৬ মে ২০১৯, ১৭:৩১

দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে মায়ের সাথে দেখা করতে রবিবার গুজরাট যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুজরাটের আহমেদাবাদে ছোট ভাই পঙ্কজ মোদির সাথে থাকেন তার মা হিরাবান। শনিবার এক টুইট বার্তায় মোদি জানান, মায়ের আশীর্বাদ নিতে রবিবার সন্ধ্যায় গুজরাটে থাকবেন তিনি। পরদিন তিনি বারানসিতে নিজের নির্বাচনি আসনের জনগণকে ধন্যবাদ জানাতে যাবেন বলেও জানান মোদি। মায়ের সাথে মোদি (পুরনো ছবি)

সাত দফায় অনুষ্ঠিত ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে ৩৫১টি আসনে জয় পেয়েছে মোদির নেতৃত্বাধীন এনডিএ জোট। নিরঙ্কুশ এই জয়ের পর শনিবার রাতে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন মোদি। পরে রাষ্ট্রপতির সরকারি টুইটার অ্যাকাউন্ট থেকে বলা হয়, বিজেপি’র সংসদীয় দলের নেতা হিসেবে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বেছে নেওয়া হয়েছে সেই চিঠি রাষ্ট্রপতি কাছে জমা পড়েছে। তার প্রতি এনডিএ জোটের সমর্থনের চিঠিও পেয়েছেন রামনাথ। ফলে এখন দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ কেবল সময়ের অপেক্ষা।

বারানসি আসন থেকে নিজের প্রার্থিতা দাখিল করার আগে গুজরাট সফর করে মায়ের আশীর্বাদ নিয়েছিলেন মোদি। এবার ওই আসন থেকে কংগ্রেসের অজয় রায়কে প্রায় ৫ লাখ ভোটের ব্যবধানে হারিয়েছেন তিনি। টুইটার পোস্টে মোদি বলেন, আমার ওপর বিশ্বাস পুনঃস্থাপন করায় সোমবার কাশীর মানুষদের ধন্যবাদ জানাতে যাবো। ২০১৪ সালেও এই আসন থেকে আম আদমি পার্টির প্রার্থী অরবিন্দ কেজরিওয়ালকে বড় ব্যবধানে হারিয়েছিলেন মোদি।
এর আগে শনিবার বারানসি জেলার পাঁচ আইন প্রণেতা ও জেলা বিজেপি সভাপতি নরেন্দ্র মোদিকে সেখানে একটি বিজয় ভাষণ দেওয়ার আমন্ত্রণ জানান। ওই সময়ে মোদি তাদের আশ্বস্ত করেন, নির্বাচনি আচরণবিধির কারণে জেলার যেসব উন্নয়ন কাজ থমকে গিয়েছিল অচিরেই তা শুরু করা হবে।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
ভারতের রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা
সর্বশেষ খবর
ওসির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজের অভিযোগ
ওসির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা