X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

সংখ্যালঘু প্রশ্নে মোদির বক্তব্যের প্রশংসা করলেন কংগ্রেস বিধায়ক

বিদেশ ডেস্ক
২৬ মে ২০১৯, ১৩:০০আপডেট : ২৬ মে ২০১৯, ১৬:৪৩
image

দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ‘সামাজিক ঐক্য নিশ্চিত করা’ এবং সংখ্যালঘুদের আতঙ্ক নিরসনের আশ্বাস দেওয়ায় নরেন্দ্র মোদির প্রশংসা করেছেন কর্ণাটকের কংগ্রেস পার্টির বিধায়ক রোশান বাইগ। রবিবার (২৬ মে) টুইটারে মোদির বক্তব্য নিয়ে মন্তব্য করেন তিনি। বলেন, দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়ে মোদি এসব বক্তব্যের বাস্তবায়ন ঘটাবেন বলে তিনি আশাবাদী।

রোশান বাইগ

ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে বিপুল জয়ের পর শনিবার (২৫ মে) নরেন্দ্র মোদিকে আবারও সংসদীয় নেতা নির্বাচন করে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন এনডিএ জোট। এরপর ৭৫ মিনিটের ভাষণ দেন মোদি। ভাষণে জোটের নির্বাচিত সংসদ সদস্যদের ‘মন থেকে সংখ্যালঘুদের নিয়ে কাল্পনিক আতঙ্ক’ মুছে ফেলতে বলেন তিনি। সংখ্যালঘু বিরোধী হিসেবে বিজেপির দুর্নাম থাকলেও মোদির দাবি, ভোট ব্যাংকের স্বার্থে বিরোধীরা কেবল সংখ্যালঘুদের ব্যবহার করেছে এবং তাদের ঠকিয়েছে। তিনি বলেন, ‘গরিব ও সংখ্যালঘুরা নানাভাবে প্রতারিত হচ্ছেন। তাদের শিক্ষা বা স্বাস্থ্যের দিকে নজর দেওয়া যেতো, যা হয়নি।’ এনডিএ শিবিরের আইনপ্রণেতাদের উদ্দেশে মোদি বলেন, ‘২০১৯ সালের জয়ের পরে আশা করবো এই প্রতারণার পদ্ধতিকে আপনার দূর করবেন। আমাদের সকলের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে।’

রবিবার (২৬ মে) সংখ্যালঘুদের আতঙ্ক দূর করা এবং ঐক্যবদ্ধ ভারত গড়তে মোদির এমন আশ্বাসের প্রশংসা করেন কর্ণাটকের কংগ্রেস বিধায়ক রোশান বাইগ। এক টুইটার পোস্টে তিনি লিখেছেন, ‘ভারতের সংখ্যালঘুদের নিয়ে সেন্ট্রাল হলে নরেন্দ্র মোদি যে বক্তব্য দিয়েছেন তা নিয়ে সন্তুষ্টি বোধ করছি। শপথগ্রহণের আগে দেওয়া বক্তব্যে সামাজিক ঐক্য নিশ্চিত করার যে আশ্বাস দিয়েছেন তাতে আমি উৎফুল্ল। ঐক্যবদ্ধ ভারতের ধারণার প্রসার ঘটাতে এবং বছরের পর বছর ধরে চলতে থাকা আতঙ্ক নিরসনের ক্ষেত্রে এটি ভালোরকমের প্রথম পদক্ষেপ।’
মোদির প্রশংসা করে রোশান আরও বলেন, “আমি আশাবাদী যে তিনি তার এসব কথার বাস্তবায়ন করবেন এবং সমন্বিত ভারত গড়ে তুলবেন। আমি আশাবাদী, কারণ তিনি ‘ভোট ব্যাংক’ আকর্ষণ করতে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে এ বক্তব্য দেননি। বরং বিজয় নিশ্চিত হওয়ার পরই এসব কথা বলেছেন। ভারতের রাজনীতিতে পরিবর্তনকে স্বাগত জানাই।”

উল্লেখ্য, কর্ণাটকের মুসলিমদের মধ্যে কংগ্রেসের অতি পরিচিত মুখ বাইগ। সম্প্রতি লোকসভা নির্বাচনের ফল ঘোষণার আগে এক ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, তিনি মনে করেন এই মুহূর্তে মুসলিমদের কংগ্রেসের বাইরে অন্য কোনও দলের কথা ভাবা উচিত, এমনকি জনতা দলেও স্বাগত।

তার দাবি, "মুসলিমরা কংগ্রেসের ভোট ব্যাংক নয়, তাই তাদের ব্যাপারে কংগ্রেসের ঔদাসীন্য রয়েছে। মুসলিমরা প্রয়োজন পড়লে বিজেপিকে ভোট দেবে।"

/এফইউ/এমওএফ/
সম্পর্কিত
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
সর্বশেষ খবর
ইউআইইউতে ‘বাংলাদেশের সংবিধান এবং এর শাসন কাঠামো’ শীর্ষক লেকচার অনুষ্ঠিত
ইউআইইউতে ‘বাংলাদেশের সংবিধান এবং এর শাসন কাঠামো’ শীর্ষক লেকচার অনুষ্ঠিত
পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে
পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে
ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় মাদ্রাসাশিক্ষকের ১০ বছরের কারাদণ্ড
ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় মাদ্রাসাশিক্ষকের ১০ বছরের কারাদণ্ড
রেসিপি: মসুরের ডাল দিয়ে হাতে মাখা পুঁই শাক
রেসিপি: মসুরের ডাল দিয়ে হাতে মাখা পুঁই শাক
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়