X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

৩০ মে’র শপথ সামনে রেখে মোদি-অমিত শাহ বৈঠক

বিদেশ ডেস্ক
২৯ মে ২০১৯, ০৪:৫২আপডেট : ২৯ মে ২০১৯, ০৪:৫৪

আগামী ৩০ মে (বৃহস্পতিবার) শপথ অনুষ্ঠান সামনে রেখে বৈঠক করেছেন  নরেন্দ্র মোদি ও বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহ। মঙ্গলবার এই নেতার বৈঠকে আগামী সরকার গঠন নিয়ে আলোচনা হয়েছে বলে বিজেপি নেতাদের ধারণা। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, বিজেপি’র অভ্যন্তরে জোরালো মত রয়েছে যে আগামী সরকারের গুরুত্বপূর্ণ পদে যোগ দিতে পারেন অমিত শাহ। ৩০ মে’র শপথ সামনে রেখে মোদি-অমিত শাহ বৈঠক

সাত দফায় অনুষ্ঠিত ১৭ তম লোকসভা নির্বাচনের ভোট গণনা হয় ২৩ মে। এদিন নির্বাচন কমিশনের দেওয়া ফল অনুযায়ী ৫৪২টি আসনের মধ্যে ৩৫১টি আসনে জয় পেয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। দ্বিতীয় মেয়াদে নরেন্দ্র মোদিকে ক্ষমতায় ফেরাতে নির্বাচনি প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহ। ২০১৪ সালের নির্বাচনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা অমিত শাহ ওইবার সরকারে ছিলেন না। তবে এবারে তিনি গুরুত্বপূর্ণ পদে যোগ দিতে পারেন বলে বিজেপির অভ্যন্তরে জোরালো গুঞ্জন রয়েছে।

মঙ্গলবারে নরেন্দ্র মোদির সাথে অমিত শাহের বেঠকের পরে দুই নেতার কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তবে ওই বৈঠকে দ্বিতীয় মোদি সরকার গঠন এবং মন্ত্রিসভার সদস্য নির্ধারণসহ পদ-পদবী নির্ধারণ নিয়ে আলোচনা হয়েছে বিজেপি নেতাদের বিশ্বাস।  

সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও তেলেঙ্গানার মতো যেসব রাজ্যে গেরুয়ার (বিজেপির পতাকার রং) উত্থান ঘটেছে সেই সব রাজ্য থেকে মন্ত্রিসভার সদস্য সংখ্যাও বাড়তে পারে। আগের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রীরা এবারেও ঠাঁই পেতে পারেন বলে অনেক বিজেপি নেতারই ধারণা।

স্বাস্থ্যগত কারণে আগের মন্ত্রিসভায় অর্থমন্ত্রীর দায়িত্বে থাকা অরুন জেটলি এবার বাদ পড়তে পারেন বলে শঙ্কা থাকলেও তার ঘনিষ্ঠরা বলছেন, চিকিৎসার পর এখন অনেকটাই সুস্থ্য বোধ করছেন তিনি। এছাড়াও আগের মন্ত্রিসভার সিনিয়র সদস্য রাজনাথ সিং, নিতিন গড়কড়ি, নির্মলা সীতারমণ, রবি শঙ্তর প্রসাদ, পিযুষ গয়লা, নরেন্দ্র সিং ঠমার ও প্রকাশ জাভাদেকরও নতুন মন্ত্রিসভায় থাকবেন বলে আশা করা হচ্ছে।

/জেজে/
সম্পর্কিত
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
সর্বশেষ খবর
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর যুবরাজ
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর যুবরাজ
অবশেষে মুক্তির বার্তা
অবশেষে মুক্তির বার্তা
এমপিপুত্র প্রার্থী হওয়ায় ‘আগুন জ্বলছে’ সেলিম প্রধানের গায়ে
এমপিপুত্র প্রার্থী হওয়ায় ‘আগুন জ্বলছে’ সেলিম প্রধানের গায়ে
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন