X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ভারতের প্রায় অর্ধেক এমপি’র রয়েছে অপরাধের রেকর্ড

বিদেশ ডেস্ক
০১ জুন ২০১৯, ১৯:৪০আপডেট : ০২ জুন ২০১৯, ১৬:৪৫

সদ্য সমাপ্ত ভারতের ১৭তম লোকসভায় নির্বাচিত আইনপ্রণেতাদের প্রায় অর্ধেকের অতীতে অপরাধের রেকর্ড রয়েছে। ৫৩৯ জন নির্বাচিত আইনপ্রণেতার তথ্য বিশ্লেষণ করে ইন্ডিয়া টুডে’র খবরে বলা হয়েছে, তাদের মধ্যে ২৩৩ জনের অতীতে অপরাধের মামলার রেকর্ড রয়েছে। নির্বাচন কমিশনে প্রার্থীদের জমা দেওয়া হলফনামার তথ্য বিশ্লেষণ করে ইন্ডিয়া টুডে জানিয়েছে, ২০০৯ সাল থেকে অপরাধের রেকর্ড থাকা প্রার্থীর সংখ্যা বেড়েছে। ভারতের পার্লামেন্ট ভবন

ভারতের লোকসভায় আসন সংখ্যা ৫৪৩টি হলেও ভেলোরের একটি আসনের নির্বাচন বাতিল হয়েছে। আর তিনটি আসন থেকে নির্বাচিত আইনপ্রণেতাদের যথাযথ হলফনামা পাওয়া না যাওয়ায় এবারে ৫৩৯ জন নির্বাচিত আইনপ্রণেতার হলফনামায় থাকা অপরাধের তথ্য বিশ্লেষণ করেছে ইন্ডিয়া টুডে।

২০১৪ সালের ৫৪২ আইনপ্রণেতার তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ১৮৫ জন (৩৪ শতাংশ) নির্বাচিত আইনপ্রণেতার অপরাধের রেকর্ড ছিল। ২০০৯ সালে ৫৪৩ আইনপ্রণেতার তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ১৬২ জন (৩০ শতাংশ) নির্বাচিত আইনপ্রণেতার অপরাধের রেকর্ড ছিল। আর এবারে প্রায় অর্ধেক সংখ্যক নির্বাচিত আইনপ্রণেতারই রয়েছে অপরাধের রেকর্ড।

নির্বাচিত এসব আইনপ্রণেতার মধ্যে ১৫৯ জনের বিরুদ্ধেই মারাত্মক অপরাধের মামলা রয়েছে। ধর্ষণ, খুন, হত্যা প্রচেষ্টা, অপহরণ, নারীর প্রতি সহিংসতাসহ নানা অপরাধের রেকর্ড রয়েছে নির্বাচিত আইনপ্রণেতাদের।

২০১৪ সালে ৫৪২ এমপি’র তথ্য বিশ্লেষণ করে দেখা যায় ১১২ জনের বিরুদ্ধেই মারাত্মক অপরাধের রেকর্ড রয়েছে। ২০০৯ সালে ৫৪৩ আইন প্রণেতার তথ্য বিশ্লেষণে ৭৬ জনের বিরুদ্ধে মারাত্মক অপরাধের রেকর্ড পাওয়া যায়।

লোকসভায় নতুন নির্বাচিতদের মধ্যে ১০ জন রয়েছেন, যাদের বিরুদ্ধে অপরাধের মামলায় দণ্ড ঘোষণা করা হয়েছে। ১১ আইনপ্রণেতার বিরুদ্ধে খুন সংশ্লিষ্ট মামলায় জড়িত থাকার তথ্য রয়েছে। আর ৩০ জন হত্যা প্রচেষ্টার মামলায় জড়িত থাকার তথ্য দিয়েছেন। ১৯ আইনপ্রণেতা নারীর প্রতি সহিংসতার অপরাধে জড়িত থাকার তথ্য দিয়েছেন। ২৯ আইনপ্রণেতা ঘৃণাবাদী বক্তব্য দেওয়ার মামলায় জড়িত বলে তথ্য দিয়েছেন।
রাজনৈতিক দল হিসেবে এনডিএ জোট শরিকা জনতা দলের আইনপ্রণেতাদের অপরাধের রেকর্ড সবচেয়ে বেশি। জনতা দলের নির্বাচিত ১৬ আইনপ্রণেতার মধ্যে ১৩ জনের বিরুদ্ধেই অপরাধের রেকর্ড রয়েছে।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া