X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ঢিলেঢালাভাবে চলছে বিএনপির হরতাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২০, ১০:০৪আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ১২:০৯

রাসেল স্কয়ারে যানবাহন চলাচল রাজধানীতে অনেকটা ঢিলেঢালাভাবে চলছে বিএনপির ডাকা হরতাল। হরতাল উপলক্ষে রাস্তায় বিএনপি সমর্থকদের জটলা দেখা যায়নি। রাস্তায় নেই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। অন্যান্য স্বভাবিক দিনের মতোই চলছে সবকিছু। গণপরিবহনের চালকরা বলছেন, ‘কিসের হরতাল?’ আর অফিসগামী যাত্রীরা বলছেন, ‘হরতাল কোথায় পেলেন? গাড়ির জন্য রাস্তা পার হওয়া যাচ্ছে না।’ 
দলীয় কার্যালয়ের সামনে বিএনপির নেতাকর্মীরা রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত ঢাকার বেশ কয়েকটি সড়ক ঘুরে হরতালের কোনো প্রভাব চোখে পড়েনি। রাস্তায় গণপরিবহন চলছে স্বাভাবিকভাবেই। বাসযাত্রীরা নিশ্চিন্তে বাসে চড়েছেন। অফিসগামী মানুষদের রাস্তায় স্বাভাবিক যাতায়াত করতে দেখা গেছে। 
ঢাকা জজ কোর্টের অ্যাডভোকেট মোরশেদা বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মোটেও হরতাল মনে হচ্ছে না। হরতাল হলে তো ভালোই হতো। কিন্তু, রাস্তায় যে পরিমাণ গাড়ি তাতে রাস্তা পার হওয়াই দায় হয়ে গেছে। রাস্তা পার হতে ভয় পাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘গতকাল নির্বাচন শেষ হলো। সব কর্মীই ক্লান্ত। কে আসবে হরতাল করতে?’
ধানমন্ডির রাসেল স্কয়ার এদিকে মেঘলা ট্রান্সপোর্টের চালক আখতার বলেন, ‘কই হরতাল, সবকিছু তো ঠিকই আছে। কোম্পানির মালিক আমাদের বাস চালাতে বলেছেন, আমরা বাস নিয়ে বের হয়েছি। রাস্তায় কোনও অসুবিধা দেখছি না।’
সড়কে যান চলাচল রাসেল স্কয়ার সিগন্যালের ট্রাফিক সাব-ইন্সপেক্টর (টিএসআই) ইফতেখার আহমেদ বলেন, ‘গাড়ি তো ঠিকই চলাচল করছে। হরতাল বলে এখন পর্যন্ত কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাইনি।’
পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান উল্লেখ্য, ঢাকার দুই সিটি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল-সন্ধ্যা রাজধানীতে হরতাল ডেকেছে বিএনপি। শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

মতিঝিলের শাপলা চত্বর

ছবি- নাসিরুল ইসলাম ও হাসনাত নাঈম 

/এইচএন/ওআর/
সম্পর্কিত
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
এফএ কাপে হাল্যান্ডকে নিয়ে সংশয়ে সিটি
এফএ কাপে হাল্যান্ডকে নিয়ে সংশয়ে সিটি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা