X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

হরতালের দাবি জনগণের কাছ থেকে এসেছে: তাবিথ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০৪আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২৩

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন বিএনপির ডাকা হরতালের পক্ষে যুক্তি তুলে ধরলেন ঢাকা উত্তর সিটিতে দলটি থেকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী তাবিথ আউয়াল। তিনি বলেন, ‘হরতালের দাবি জনগণের কাছ থেকে এসেছে। আমরাও জনগণের পক্ষে আছি।’ রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

‘হরতালে সাধারণ মানুষ দুর্ভোগে পড়ে’—এই প্রসঙ্গে জানতে চাইলে তাবিথ বলেন, ‘হরতালকে কেন্দ্র করে দৃশ্যমান কিছু আমরা দেখছি না। দুই সিটিতেই স্বতঃস্ফূর্তভাবে সবাই এ হরতাল পালন করছে।’ 

তাবিথ আউয়াল বলেন, ‘ন্যূনতম সুষ্ঠু ভোটও হয়নি। এরকম নির্বাচন আমরা কখনও প্রত্যাশা করিনি। ভোট চুরির নির্বাচন প্রত্যাখ্যান করছি।’ তিনি আরও বলেন, ‘আমরা বিক্ষোভ শেষে এই বিষয়ে সংবাদ সম্মেলনে করে আমাদের প্রতিক্রিয়া জানাবো।’

এ সময় দলটির ঢাকা দক্ষিণের ময়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ইশরাক হোসেন বলেন, ‘ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ফল প্রকাশে দীর্ঘসূত্রতা প্রমাণ করে নির্বাচনে কারচুপি হয়েছে।’

ইশরাক বলেন, ‘আমরা দেখেছি, আওয়ামী লীগ সমর্থকরা সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে যেতে দেননি। যে ফল ঘোষণা করা হয়েছে, তা সম্পূর্ণ মনগড়া  ও সাজানো ফল। এই ফলে জনগণের অভিমতের প্রতিফলন ঘটেনি।’   

প্রসঙ্গত, সিটি নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। তবে, এই হরতালে জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থন দিলেও তাদের কাউকে রাজপথে দেখা যায়নি।

হরতাল সফল করতে বরিবার সকাল থেকে নয়াপল্টন কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বিএনপির নেতাকর্মীরা। বেলা সাড়ে ১১টায় বিক্ষোভে যোগ দেন ইশরাক হোসেন এবং দুপুর ২টায় আসেন তাবিথ আউয়াল।

সকাল থেকে চলা এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি বেলা ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতি ছিল। বিরতি দিয়ে আবারও বিক্ষোভ কর্মসূচি শুরু করে দলটি।

/এএইচআর/এমএনএইচ/এমএমজে/
সম্পর্কিত
লোকসভা নির্বাচন: প্রথম ধাপে পশ্চিমবঙ্গের ৩ আসনে ভোট আজ
ভোটারদের কাছে পৌঁছাতে ভারতীয় নির্বাচনি কর্মকর্তাদের প্রস্তুতি কেমন?
৪০০ আসনে জিততে চায় মোদির এনডিএ জোট, কী বলছে জরিপ?
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
গরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন