X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সিটি নির্বাচনের ফল বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ ৪ ফেব্রুয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪৪আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১৫

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঢাকার দুই সিটি নির্বাচনের ফল বাতিলের দাবিতে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ঢাকা মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি। এই প্রসঙ্গে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সিটি নির্বাচনের ফল বাতিল, গণতন্ত্র পুনরুদ্ধার ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে ৪ ফেব্রুয়ারি ঢাকা মহানগরীর থানায় থানায় বিক্ষোভ-সমাবেশের কর্মসূচি ঘোষণা করছি। পরবর্তী সময়ে আবারও কর্মসূচি দেবো।’ রবিবার (২ ফেব্রুয়ারি) বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে  আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কর্মসূচি ঘোষণা করেন।

মির্জা ফখরুল বলেন, ‘৪ ফেব্রুয়ারি সকাল ১১টায় সম্মেলন করে ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনে ভোট কারচুপি, জালিয়াতি, ত্রাস সৃষ্টি, এজেন্টদের বের করে দেওয়া, ভয়ভীতি দেখানোসহ বিভিন্ন ঘটনার তথ্য-প্রমাণ তুলে ধরবেন ধানের শীষের দুই প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন।’  

প্রধানমন্ত্রীকে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করতে হয়

‘নির্বাচনের দিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে নৌকায় ভোট দিতে বলেছেন’ অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া এই দেশে কিছুই নড়ে না। নির্বাচন কমিশনের দায়িত্বগুলোও তাকে পালন করতে হয়। বারবার বলেছি, এই সরকার, নির্বাচন কমিশন ও প্রশাসনের মধ্যে কোনও পার্থক্য নেই। এই দেশ পুরোপুরি ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই ফ্যাসিবাদী রাষ্ট্রগুলো ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়। বাংলাদেশও এখন পুরোপুরিভাবে ফ্যাসিবাদী রাষ্ট্র হয়ে গেছে।’

‘হরতাল সফল করায় ঢাকাবাসীকে অভিনন্দন’

‘হরতাল সফলভাবে’ পালনের জন্য ঢাকাবাসীকে অভিনন্দন জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘স্বল্প সময়ের নোটিশে হরতাল সফলভাবে পালনের জন্য ঢাকাবাসীকে অভিনন্দন জানাই।’

হরতালের সমর্থনে ঢাকার বিভিন্ন ওয়ার্ডে পিকেটিং করার সময় ৩-৪ নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে অভিযোগ করে মির্জা ফখরুল তাদের মুক্তিরও দাবি জানান।  তিনি বলেন, ‘কিছুক্ষণের মধ্যে আমাদের আহ্বানে সকাল-সন্ধ্যা ডাকা হরতাল শেষ হতে যাচ্ছে। এই হরতাল আহ্বান করেছিলাম ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনে যে প্রহসন করা হয়েছে, তার প্রতিবাদে, নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ।

/এএইচআর/এমএনএইচ/এমএমজে/
সম্পর্কিত
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
বেসিস নির্বাচনে ১১ পদে প্রার্থী ৩৩ জন
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
সর্বশেষ খবর
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
জাতীয় ক্রীড়া পরিষদের নারী কর্মচারীর অকস্মাৎ মৃত্যু, অভিযোগ সচিবের দিকে!
জাতীয় ক্রীড়া পরিষদের নারী কর্মচারীর অকস্মাৎ মৃত্যু, অভিযোগ সচিবের দিকে!
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা