X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

এ বিজয় ঢাকাবাসীকে উৎসর্গ করলাম: তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৭আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫১

সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন ডিএসসিসির নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস নির্বাচনে বিজয়ী হওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘এটি ঢাকাবাসীর বিজয়। আমি এ বিজয় ঢাকাবাসীকে উৎসর্গ করলাম।’ রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গ্রিন রোডে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

সংবাদ সম্মেলনে রাজধানীর উন্নয়ন কাজ করার প্রতিশ্রুতি দিয়ে নতুন এই মেয়র বলেন, ‘আমার বিশ্বাস ছিল, ঢাকাবাসী তাদের প্রাণের ঢাকাকে উন্নত করে গড়ার লক্ষ্যে অভূতপূর্ণ সাড়া দেবে এবং সে সাড়া গতকাল পেয়েছি। আমরা প্রতিজ্ঞা ও দৃঢ় প্রত্যয় নিয়ে ঢাকাবাসীর কাছে এসেছি। ঢাকাবাসী তাতে সাড়া দিয়েছে। রায় দিয়েছে। এই ম্যান্ডেড নিয়ে দায়িত্বভার গ্রহণের সঙ্গে সঙ্গে আমাদের কাজ শুরু করবো। আমরা ঐক্যবদ্ধভাবে একটি নবযাত্রা শুরু করবো। ঢাকাবাসীর প্রত্যাশিত ও আকাঙ্ক্ষিত ঢাকা উপহার দেবো। আমরা সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবো।’

তিনি আরও বলেন, ‘আমাদের অনেক কাজ রয়েছে। তাৎক্ষণিকভাবে আমি সব নির্বাচিত কাউন্সিলর ও নেতাকর্মীদের অনুরোধ করছি, আমাদের প্রচারণায় যেসব ব্যানার পোস্টার ও ফেস্টুন এখনও রয়ে গেছে সেগুলো আগামীকালের মধ্যে যেন অপসারণ করা হয়। আমরা চাই, একটি পরিষ্কার ও পরিচ্ছন্ন নগর। আমাদের নেতাকর্মী সবাই নিরলস পরিশ্রম করেছেন। আমরা যে গুরু দায়িত্ব পেয়েছি, সেই দায়িত্ব পালনে আমরা সব সময় সচেষ্ট থাকবো। ঢাকাকে যাতে কেউই অচল করতে না পারে সেদিকে খেয়াল রাখবো।’

ঢাকার উন্নয়নে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, ‘যারা ভোট দিতে এসেছেন তাদের প্রতি রইলো বিশেষ কৃতজ্ঞতা। আমরা দলমত নির্বিশেষ সবার জন্য কাজ করবো। বিএনপির প্রার্থী যিনি পরাজিত হয়েছেন তার প্রতি আমার সহানুভূতি ও সমবেদনা রইলো। আমি আশা করবো উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে তারাও আমাদের সহযোগিতা ও সহায়তা করবেন।’

তাপস বলেন, ‘আমি সবাইকে নিয়েই কাজ করতে চাই। নগর ভবনের দরজা সবার জন্য খোলা থাকবে। আমরা দলমত এবং কিছু ক্ষেত্রে রাজনীতির ঊর্ধ্বে থেকে কাজ করবো। প্রথম ৯০ দিনের মধ্যেই প্রথম মৌলিক নাগরিক সুবিধাগুলো নিশ্চিত করবো।’

বিএনপির ডাকা হরতাল প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা খুবই দুঃখজনক। প্রিয় ঢাকাবাসী যে রায় বা সিদ্ধানত্ দিয়েছে তার বিরুদ্ধে এমন একটি হরতাল ডেকে ঢাকাকে অচল করার চেষ্টা করা হয়েছে। আমি এর নিন্দা জানাই। এটি কোনোভাবেই কাম্য নয়। ঢাকাবাসী তাদের ভোটাধিকার প্রয়োগ করে উন্নত ঢাকা গড়ার পক্ষে রায় দিয়েছে। এটাকে সম্মান করে বিএনপির স্বাগত জানানো উচিত ছিল। কিন্তু এতে আমি আহত হয়েছি। এভাবে জনগণের রায়কে প্রত্যাখ্যান করা ঠিক হয়নি।’

লেমিনেটেড পোস্টার ডাম্পিং করার বিষয়ে তিনি বলেন, ‘আমাদের দেশে প্লাস্টিক সামগ্রী ধ্বংসের তেমন কোনও ব্যবস্থা নেই। আমরা দায়িত্বভার নেওয়ার পর এই প্লাস্টিক সামগ্রী দৈনিক ধ্বংস করার আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেবো।’

কবে নাগাদ দায়িত্ব গ্রহণ করছেন সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘গত মেয়াদে যারা নির্বাচিত হয়েছেন তাদের মেয়াদ শেষ হলেই আমরা দায়িত্বভার গ্রহণ করবো। উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী আমাদের নানা দিকনির্দেশনা দিয়েছেন।’

অনুষ্ঠান দেরিতে হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমি খুবই দুঃখিত। আসলে সময় আমি নির্ধারণ করে দিইনি। আমি বলেছিলাম, বিকালের পরে আসবো এবং কথা বলবো। আমি আসলেই দুঃখিত আপনাদের এই কষ্টের জন্য। দায়িত্বভার গ্রহণ করার পর যে সময় নির্ধারণ করে দেবো তখন সেই অনুযায়ীই আসবো।’

ভোটারদের উপস্থিতির প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা প্রত্যাশা করেছিলাম আরও বেশি ভোটার আসবেন এবং ভোট দেবেন। এর পরেও যারা এসেছেন তাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’

 

/এসএস/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা