X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

শরীয়তপুরে করোনা রোগী নিখোঁজ!

শরীয়তপুর প্রতিনিধি
০৪ মে ২০২০, ২১:৩৫আপডেট : ০৪ মে ২০২০, ২১:৪২




শরীয়তপুর শরীয়তপুরে নতুন করে শনাক্ত হওয়া চার রোগীর মধ্যে একজনের হদিস মিলছে না। জেলার করোনা বিষয়ক ফোকাল পার্সন সমন্বয়ক ডা. আব্দুর রশীদ নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা স্বাস্থ্য প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার (৪ মে) দুপুরে আইইডিসিআর থেকে পাঠানো রিপোর্টে শরীয়তপুরে নতুন করে চার ব্যক্তির কোভিড-১৯ পজেটিভ পাওয়া যায়। এদের মধ্যে গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়নের এক ব্যক্তি ছিলেন। সম্প্রতি তিনি গোপনে নারায়ণগঞ্জ থেকে আলাওলপুর নিজ বাড়িতে এসেছিলেন। স্থানীয়ভাবে সংবাদ পাওয়ার পর জেলা স্বাস্থ্য প্রশাসনের উদ্যোগে গত ১ মে তার বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়।

পরে সোমবার (৪ মে) তার নমুনা পরীক্ষার রিপোর্ট জেলা স্বাস্থ্য প্রশাসনের হাতে এসে পৌঁছায়। তিনি করোনা আক্রান্ত হওয়ায় স্বাস্থ্য প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি। এরপর তার বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি। পরিবারের সদস্যরাও তার বিষয়ে কিছু জানাতে পারেনি।

জেলার করোনা বিষয়ক ফোকাল পার্সন সমন্বয়ক ডা. আব্দুর রশীদ বলেন, প্রতিটি পজিটিভ রিপোর্ট পাওয়ার পর আমরা আক্রান্তদের সঙ্গে যোগাযোগ করি এবং পরবর্তী করণীয় সম্পর্কে অবহিত করি। নারায়ণগঞ্জ থেকে আসা আলাওলপুরের এক ব্যক্তির কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে। কিন্তু তার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তিনি নারায়ণগঞ্জ ফিরে গিয়েছেন, বলে একটি তথ্য পাওয়া গেছে। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, তার করোনা পজিটিভ জানার পর আমরা তার বাড়িতে গিয়ে পাইনি। পরিবারের সদস্যরা জানান তিনি তিন দিন ধরে বাড়িতে নেই। আমরা এখন বিভিন্ন মাধ্যমে তার অবস্থান চিহ্নিত করার চেষ্টা করছি।

উল্লেখ্য, জেলায় এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৯ জন। এর মধ্যে নড়িয়া ও ডামুড্যা উপজেলায় ২ ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। একজন ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং একজন শরীয়তপুর সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়