X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

২০ দলীয় জোটের বৈঠক, কাল সংবাদ সম্মেলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২০, ১৭:০৬আপডেট : ০৫ জুলাই ২০২০, ১৮:৫৪

 

২০ দলীয় জোট

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ জুলাই) সকাল সাড়ে ১১টায় শুরু হয়ে দুপুর প্রায় সোয়া দুইটা পর্যন্ত বৈঠকটি চলে। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান সভাপতিত্ব করেন। এতে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ জোটের প্রায় অধিকাংশ নেতারা অংশগ্রহণ করেন। বৈঠকের সিদ্ধান্তগুলো জানাতে  সোমবার (৬ জুলাই) ভার্চুয়াল সংবাদ সম্মেলন করবে ২০ দলীয় জোট

জোটের একাধিক শরিক দলের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণের পর এই প্রথমবারের মতো ভার্চুয়াল বৈঠক করে ২০ দলীয় জোট। দীর্ঘদিন পর জোটের কোনও বৈঠকে উচ্চ পর্যায়ের প্রতিনিধিত্ব করলো জামায়াত। দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক বিষয়গুলোই প্রাধান্য পেয়েছে বলে জানান শরিক একটি দলের প্রধান। তিনি জানান, করোনাভাইরাস, নতুন অর্থবছরের বাজেট, চিকিৎসা ব্যবস্থার দুরাবস্থা, কৃষকদের ঋণ প্রণোদনা দেওয়া, শহর ছেড়ে গ্রামে ফেরা মানুষের কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন বিষয় উঠে আসে নেতাদের আলাপে।

জোটের আরেক শরিক দলের নেতারা জানান, ভার্চুয়াল বৈঠকে পাটকল বন্ধ, শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেওয়া, উচ্চাভিলাষী বাজেট প্রত্যাখ্যান করার বিষয়টিও নেতাদের আলাপে স্থান পেয়েছে।

বৈঠক সূত্র জানায়, ভার্চুয়াল বৈঠকে অলি আহমেদ ছাড়া অন্যান্য দলের নেতাদের মধ্যে মেজর জেনারেল অব. সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, মোস্তাফা জামাল হায়দার, আহমদ আবদুল কাদের, অ্যাডভোকেট আবদুর রকিব, গরিবে নেওয়াজ, আজাহারুল ইসলাম, শাহাদাত হোসেন সেলিমসহ অনেকে অংশগ্রহণ করেন।

তবে, জোটের শরিক একাধিক দলের সূত্রে জানা গেছে, অলি আহমেদ বৈঠকের শুরুতে অংশগ্রহণ করলেও কিছু সময় পর তাকে দেখা যায়নি। কারও কারও দাবি, তিনি ভার্চুয়াল বৈঠক শুরু হওয়ার পরই চলে যান।

জানতে চাইলে জোটের শরিক জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অনেকদিন পর জোটের মিটিং হয়েছে, ভার্চুয়ালি। এই বৈঠকে বাজেট, করোনা মহামারিসহ রাজনৈতিক নানা বিষয়ে সবাই নিজেদের চিন্তা তুলে ধরেছেন। সবাই একমত হয়েছেন, এসব চিন্তা আমরা সরকারের উদ্দেশে জানাবো।’

মিয়া গোলাম পরওয়ার জানান, সোমবার জোটের বৈঠকের সিদ্ধান্ত ও অবস্থান জানাতে সংবাদ সম্মেলন করবেন জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান। ভার্চুয়ালি এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিএনপির চেয়ারপারসেনর মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সোমবার (৬ জলাই) দুপুর দুইটায় ২০ দলীয় জোটের সংবাদ সম্মেলন হবে। এতে জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান বক্তব্য দেবেন। বিএনপির দলীয় ফেসবুক পেজে তা প্রচার করা হবে।’

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
বগুড়ায় উপজেলা পরিষদ নির্বাচনআ.লীগের একাধিক প্রার্থী, ভোটে অংশ নিচ্ছে জামায়াত
ঢাকায় তিনটি ইফতার নিয়ে বিএনপির কৌশলী অবস্থান
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সর্বশেষ খবর
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া