দিনাজপুরের পার্বতীপুর সড়কের চিরিরবন্দর হাজিরমোড় এলাকায় দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নরেশ চন্দ্র রায় (৬০) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছন আরও তিন জন। আহতদের দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) দুপুর দেড়টায় দিকে হাজিরমোড় এলাকায় পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত নরেশ চন্দ্র রায় পার্বতীপুর উপজেলার মনমথপুর ইউনিয়নের দুর্গাপুর চাকলাপাড়া গ্রামের মৃত ধীরেণ নাথ রায়ের ছেলে।
স্থানীয়রা জানান, হাজিরমোড় এলাকায় চেয়ারম্যানের পেট্রোল পাম্পের সামনে বিপরীত দিক থেকে আসা দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নরেশ চন্দ্র রায়ের মৃত্যু হয়, আহত হন তিন জন।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।