X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বজ্রাঘাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২০, ০০:০৯আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ১৯:০০

বজ্রপাত

দেশের তিন জেলায় রবিবার (৬ সেপ্টেম্বর) বজ্রাঘাতে চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও তিন জন। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ:

দিনাজপুর প্রতিনিধি জানান, নবাবগঞ্জ উপজেলার পৃথক দুটি স্থানে বজ্রাঘাতে এক নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নবাবগঞ্জ উপজেলার দাইদপুর ইউনিয়নের দেওগা গ্রাম ও রঘুনন্দনপুর গ্রামে পৃথক ২টি বজ্রপাতের ঘটনায় তাদের মৃত্যু হয়। মুতরা হলেন-দেওগ্রাঁমের মৃত খলিলুল্লাহ শেখের ছেলে আব্দুল হালিম (৬২) ও একই ইউনিয়নের মালদহ গ্রামের তৈয়ব আলীর স্ত্রী শাবানা বেগম (৪৩)। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার চৌহান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতিদিনের মতো আব্দুল হালিম বিকালে মাঠে গরু চরাতে গেলে হালকা বৃষ্টি শুরু হয়। সন্ধ্যায় গরু নিয়ে বাড়ি ফেরার পথে দেওগাঁ ঈদগাহ মাঠের নিকট পৌঁছলে তিনি বজ্রাঘাতে গুরুতর আহত হন। পরে স্বজনরা নবাবগঞ্জ স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে একই সময়ে ভাতিজীর বাড়ি থেকে নিজ বাড়িতে আসার পথে রঘুনন্দনপুর নামক স্থানে পৌঁছলে শাবানা বেগম বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান।

সুনামগঞ্জ প্রতিনিধি জানান, দক্ষিণ সুনামগঞ্জের হাওরে বজ্রাঘাতে একজন নিহত এবং আরও তিন জন আহতের ঘটনা ঘটেছে। রবিবার সকালে দেখার হাওরে এ ঘটনাটি ঘটে। এতে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের ইসলামপুর (নতুনপাড়া) গ্রামের রইব্বা মিয়ার ছেলে মিঠু মিয়া (২৮) ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন। তারা হলেন-একই গ্রামের ফকির মিয়ার ছেলে এনামুল হক (২০), আবু মিয়ার ছেলে মহিবুল্লাহ (২১) এবং আঃ কাইয়ুমের ছেলে আঃ আজিজ (২০)। আহত আঃ আজিজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কৈতক ৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার ভোরে প্রতিদিনের মতো মাছ ধরতে হাওরে যান তারা। পরে আবহাওয়া বেগতিক দেখে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। ফেরার পথে বজ্রাঘাতে ঘটনাস্থলেই মিঠু মিয়া মারা যান। বাকিরা আহত অবস্থায় পানিতে ছিটকে পড়েন। আহত এনামুল হক চিৎকার করে নিকটবর্তী জেলেদের ঢেকে আনলে তাদের সহায়তা নিহত ও আহতদের বাড়িতে নিয়ে আসা হয়। পরবর্তীতে আহতদের চিকিৎসা দেওয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে পশ্চিম পাগলা ইউনিয়ন চেয়ারম্যান নুরুল হক বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।

শেরপুর প্রতিনিধি জানান, শেরপুরে বজ্রাঘাতে রুবেল মিয়া (২৭) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে । রবিবার বিকাল পৌনে ৬টার দিকে এই দুর্ঘটনা হয়। রুবেল শেরপুর সদর উপজেলার চান্দেরনগর চক্কারপাড় গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এক সন্তানের জনক রুবেল মিয়া অন্যের জমিতে কৃষিকাজ করে বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু আকস্মিক বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা শেরপুর জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা