X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

১১ লাখ টাকার চেকে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার প্রতিবাদে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি
০২ অক্টোবর ২০২০, ১৯:৫৮আপডেট : ০২ অক্টোবর ২০২০, ২০:০৫

 



মানববন্ধনে নারীরা নড়াইলের মুলিয়ায় অস্ত্রের ভয় দেখিয়ে কল্যান বিশ্বাস নামে সরকারি প্রাইমারি স্কুলের এক শিক্ষকের কাছ থেকে ১১ লাখ টাকার চেকে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টায় সদর উপজেলার মুলিয়া বাজার এলাকায় শত শত নারী-পুরুষ এ মানববন্ধনে অংশ নেয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারী, হাড়িয়াখালী সরকারি প্রাইমারি স্কুলের সহকারি শিক্ষক এবং বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের জেলা কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক কল্যান বিশ্বাস, মুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান বিপুল কুমার শিকদার, মুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দীপক কুমার বিশ্বাস, মুলিয়া ইউপি মেম্বার অপূর্ব বিশ্বাস, শ্যামল কুমার বিশ্বাস প্রমুখ।
নড়াইল সদর উপজেলার মুলিয়া গ্রামের বাসিন্দা জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের তথ্য ও গবেষণা সম্পাদক স্কুল শিক্ষক কল্যান বিশ্বাস অভিযোগে জানান, গত ১০ সেপ্টেম্বর রাত ১০টার দিকে নড়াইল পৌরসভার দক্ষিণ নড়াইল এলাকার বাসিন্দা নজরুল ইসলাম, তার ছেলে রিজভী, সাধন বিশ্বাস, শামীম’সহ ৯-১০ জন সন্ত্রাসী মুলিয়া খেলার মাঠের উত্তর-পূর্ব পাশে তার পথরোধ করে ঘিরে ফেলে। সন্ত্রাসীরা তাকে শারীরিকভাবে আঘাত ও লাঞ্চিত করে হত্যার
হুমকি দেয়। এক পর্যায়ে তারা অস্ত্রের ভয় দেখিয়ে তার বাড়িতে ধরে নিয়ে গিয়ে বেতনের চেক বইয়ের একটি পাতায় ১১ লাখ টাকা লেখিয়ে জোরপূর্বক স্বাক্ষর করে নিয়ে যায়। এ সময় তারা বলে যায়, বিষয়টি জানাজানি হলে তাকে হত্যা করে চিত্রা নদীতে ফেলে দেওয়া হব। বিষয়টি ততক্ষনাৎ স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করেন তিনি।  মানববন্ধনে পুরুষদের অংশগ্রহণ

কল্যান বিশ্বাস বলেন, এ বিষয়ে গত ২৮ সেপ্টেম্বর নড়াইল সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। ঘটনার পর থেকে আমি আমার জীবন নাশের হুমকি নিয়ে চলাফেরা করছি।  এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবীন্দ্রনাথ অধিকারী বলেন, দক্ষিণ নড়াইল এলাকার নজরুল ইসলাম, তার ছেলে রিজভী ও তার সহযোগিদের অত্যাচার নির্যাতন এবং জোরপূর্বক চেকে স্বাক্ষর নেওয়ার প্রতিবাদে আজকের এ মানববন্ধন। এ চক্রটি দীর্ঘদিন ধরে এলাকার মানুষকে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর নানাভাবে অত্যাচার, নির্যাতন চালিয়ে আসছে। অনেককে ভয়ভীতি দেখিয়ে নীরবে চাঁদাবাজি করছে। প্রশাসন দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে সন্ত্রাসীরা যে কোনও মূহুর্তে আইনশৃংখলা পরিস্থিতির চরম অবনতি ঘটাতে
পারে বলে আমরা আশংকা করছি। নজরুল ও তার ছেলে রিজভী, সাধন বিশ্বাস’সহ অন্য সহযোগিদের এ ধরনের অত্যাচার, নির্যাতন ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে রক্ষা পেতে তিনি প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন। 

নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, রুপগঞ্জ এলাকার লিটন দত্ত তার কাছ থেকে বালুর ব্যবসা জন্য ৯ লাখ টাকা নেন। লিটন পলাতক থাকায় তাকে হাজির করে দেওয়ার শর্তে তার চাচাতো শ্যালক কল্যানের কাছ থেকে ১১ লাখ টাকা চেক নেওয়া হয়েছে। পরবর্তীতে চেকটি মুলিয়া ইউপি চেয়ারম্যানের কাছে ফেরত দেওয়া হয়েছে। কল্যানকে মারধর বা জীবন নাশের হুমকি দেওয়া হয়নি বলেও তিনি জানান। 

 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা