X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় ৪৯২টি মণ্ডপে সীমিত পরিসরে দুর্গা পূজা

নেত্রকোনা প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২০, ২৩:৩৫আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ২৩:৩৮

প্রতিমা তৈরির কাজে ব্যস্ত শিল্পীরা (ফাইল ছবি) এ বছর নেত্রকোনার ১০ উপজেলা ও পাঁচ পৌর শহরের মোট ৪৯২টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গা পূজা। অন্যান্য বছর যে উৎসব সনাতন ধর্মাবলম্বীরা ঘটা করে পালন করতো, এ বছর করোনা পরিস্থিতির কারণে তা সীমিত আকারে প্রস্তুত করা হচ্ছে। তাই এ বছর মণ্ডপগুলোতে ঘটা করে আলোকসজ্জাসহ অনেক আয়োজন সীমিত আকারে করার জন্য পূজা উদযাপন কমিটিকে অনুরোধ জানানো হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে নেত্রকোনা পৌর সভার বীর মুক্তিযোদ্ধা আব্বাস আলী খান স্মৃতি মিলনায়তনে আলোচনা সভায় বক্তারা এ তথ্য জানিয়েছে।

সেই সঙ্গে অন্যান্য বছরের তুলনায় সার্বক্ষণিক নিরাপত্তার জন্য আনসার সদস্যও থাকছে না। তবুও সনাতন ধর্মের মানুষেরা যাতে নির্বিঘ্নে শান্তি শৃঙ্খলার মাধ্যমে পূজা অর্চণা করতে পারে সেজন্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশ সার্বক্ষণিক নজরদারি ও সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করবে বলে জানিয়েছেন নেত্রকোনা পুলিশ সুপার আকবর আলী মুন্সি।

নেত্রকোনা পৌর শহরের বিভিন্ন পূজা মণ্ডপের কমিটি ও জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবন্দদের নিয়ে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজি আব্দুর রহমান। এ সময় তিনি বলেন জেলায় শান্তিপূর্ণভাবে দুর্গা পূজা উদযাপিত হওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তবে অন্যান্য বছরের তুলনায় সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে পালন করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান তিনি।

নেত্রকোনা পৌরসভার মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মঙ্গল চন্দ্র সাহা, উপদেষ্টা নির্মল কুমার দাস, সম্পাদক সমীর ভদ্র রানাসহ অন্যরা বক্তব্য রাখেন।

এসময় পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম বলেন, নেত্রকোনা পৌর এলাকায় ৫৬টি পূজামণ্ডপে পৌর পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে এবং একটি ভ্রাম্যমাণ টিম পৌর সভার পক্ষ থেকে কাজ করবে। এই টিমকে যে কোনও সমস্যার কথা জানালে তারা প্রয়োজনীয় পদক্ষে গ্রহণ করবে বলে জানান মেয়র।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওসির বিরুদ্ধে নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ
ওসির বিরুদ্ধে নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা