X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

শেরপুরে স্বাস্থ্যবিধির বালাই নেই

শেরপুর প্রতিনিধি
২১ অক্টোবর ২০২০, ১৮:০০আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ০৪:২০

শেরপুরে স্বাস্থ্যবিধির বালাই নেই

করোনাভাইরাস নিয়ে শেরপুরে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা নেই। গত ৫ এপ্রিল প্রথমবারের মতো শেরপুরে করোনাভাইরাসে আক্রান্ত দুই রোগী শনাক্ত হয়েছিল। সেই সময়ের সচেতনতার পরিস্থিতি ও বর্তমান
পরিস্থিতি একেবারে ভিন্ন। জেলার সর্বত্র সাধারণ মানুষের মধ্যে করোনার সচেতনতা আগের চেয়ে কমেছে। বেশিরভাগ সাধারণ মানুষ মাস্ক ছাড়া রাস্তায় ঘুরছেন।

শহরের নয়আনী বাজার সড়কে গিয়ে দেখা যায়, রাস্তায় চলাচলকারী বেশিরভাগ মানুষ মাস্ক ছাড়া চলাচল করছে। এসময় মাস্ক না পড়ার বিষয়ে জানতে চাইলে নয়আনী বাজার এলাকার বিপুল জানান, তিনি ভুলে বাসায় মাস্ক রেখে এসেছেন।

জেলার করোনা বিষয়ক ফোকাল পারসন ডা. মোবারক হোসেন জানান, শেরপুর জেলা হাসপাতালে কোনও করোনা রোগী ভর্তি নেই। পরীক্ষা করতে আসা রোগীর সংখ্যা ৬ হাজার ৬১২ জন। হাসপাতালের আইসোলেশনে কোনও করোনা রোগী নেই। এ পর্যন্ত শেরপুর জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪৮৪ জন। সুস্থ্যতার সংখ্যা ৪৫৬ জন ও মৃতের সংখ্যা ৯ জন । সংক্রমনের হার ৭.৩ শতাংশ।

জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. খাইরুল কবীর সুমন জানান, কারোনার জন্য সরকার যে পিপিই ও মাস্ক দিয়েছে চিকিৎসক, নার্সসহ চিকিৎসা সংশ্লিষ্টরা এখনও তা পাচ্ছেন। এসব স্বাস্থ্য সুরক্ষাদ্রব্য মানসম্পন্ন এবং তা মোটামোটি মজুদ রয়েছে ।

শেরপুরে সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) তনিমা আফ্রাদ বলেন, 'করোনাকালীন সাধারণ মানুষ মাস্ক ছাড়া রাস্তায় চলাচল করছে, যা একেবারে কাম্য নয়। এ ব্যাপারে সাধারণ মানুষদের সচেতনতার পাশাপাশি মাস্ক ব্যাবহারের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।'

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টাঙ্গাইল শহরের বিভিন্ন পয়েন্টে ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
টাঙ্গাইল শহরের বিভিন্ন পয়েন্টে ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৭ বিভাগে ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টির পূর্বাভাস
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৭ বিভাগে ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টির পূর্বাভাস
আধুনিক ব্যবস্থাপনা নিয়ে আজ থেকে শুরু প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী
আধুনিক ব্যবস্থাপনা নিয়ে আজ থেকে শুরু প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী
আমার কোনও অনুশোচনা নেই: গার্দিওলা
আমার কোনও অনুশোচনা নেই: গার্দিওলা
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫