X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ঠেকানো যায়নি উষার অবনমন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০২০, ১৭:৪২আপডেট : ০২ নভেম্বর ২০২০, ১৭:৪৮

ফ্যালকন হলে হকির সভা                          -ছবি: হকি ফেডারেশন দেশের ঘরোয়া হকিতে উষা ক্রীড়াচক্র একটি সুপরিচিত নাম। শীর্ষ চার ক্লাবের অন্যতম পুরনো ঢাকার এই দলটি। কিন্তু ২০১৮ সালে সর্বশেষ প্রিমিযার লিগে উষা অংশ নেয়নি। নিয়মানুযায়ী তারা অবনমিত হয়ে যায়। এবার ফেডারেশন আবারও প্রিমিয়ার লিগ আয়োজনের উদ্যোগ নিয়েছে। উষা প্রিমিয়ার লিগে খেলার জন্য আবেদন করেছিল। তাদের এই আবেদনের ব্যাপারে সিদ্ধান্ত নিতেই আজ(সোমবার) হকি ফেডারেশন সভায় বসে। তবে উষার ভাগ্য তাতে খোলেনি। সিদ্ধান্ত হয়েছে, প্রিমিয়ার লিগ নয়, অবনমিত দল হিসেবে প্রথম বিভাগ হকিতেই খেলতে হবে তাদের।

অর্থাৎ উষা ক্রীড়াচক্রকে প্রথম বিভাগে খেলে চ্যাম্পিয়ন কিংবা রানার্সআপ হয়ে পরের মৌসুমের লিগে অংশ নিতে হবে। হকি ফেডারেশনের সভা শেষে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাদের সভাপতি মহোদয়(বিমান বাহিনীর প্রধান) আইনের বাইরে যাননি। বাইলজে যা আছে সেভাবেই সিদ্ধান্ত হয়েছে। অনেক কাগজ-পত্র ঘেঁটে দেখা হয়েছে। এখন আমরা যদি উষাকে এই সুযোগ দিই তাহলে ভবিষ্যতের জন্য ভালো উদাহরণ হবে না। তখন অনেক ক্লাব সুযোগ নিতে চাইবে। তাই উষাকে প্রথম বিভাগে খেলেই আবারও লিগে ফিরতে হবে।’

সভায় আরও সিদ্ধান্ত হয়েছে, চলমান অনূর্ধ্ব-২১ হকি ক্যাম্প চলতে থাকবে। নভেম্বরের শেষে চারটি সার্ভিসেস দল ও অনূর্ধ্ব-২১ দলকে নিয়ে হবে প্রেসিডেন্ট কাপ হকি। যাতে জাতীয় দল ও জাতীয় দলের বাইরে থাকা খেলোয়াড়েরা খেলার মধ্যে ফিরতে পারে। এছাড়া প্রিমিয়ার লিগ শুরু করার লক্ষ্যে আগামী ১২ নভেম্বর লিগ কমিটির সভা ডাকা হয়েছে। ইউসুফ বলেছেন, ‘আমরা চাইছি যাতে দ্রুত লিগ শুরু হয়। তাই সভাপতি মহোদয় নিজেই ক্লাবগুলোর সঙ্গে বসবেন। তার আগে অবশ্য লিগ কমিটির সভা হবে। এছাড়া প্রেসিডেন্ট কাপ হবে প্রথমবারের মতো। সব খেলোয়াড় যেন খেলার মধ্যে থাকতে পারে সেটাই লক্ষ্য।’

/টিএ/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া