X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

জগলুল ওয়াহিদের ব্যাংকিং লেনদেন আপাতত বন্ধ রাখার নির্দেশ

বাংলা টিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২০, ২০:২৪আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ২০:২৬

সুপ্রিম কোর্ট

সংগীত শিল্পী ফেরদৌস ওয়াহিদের ভাই প্রয়াত মোস্তফা জগলুল ওয়াহিদের সব ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে জগলুল ওয়াহিদের গুলশান-২ এর ৯৫ নম্বর সড়কের বাড়িতে থাকা কোনও জিনিসপত্র কোনও পক্ষ বাইরে নিতে পারবে না বলেও আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৯ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। জগলুল ওয়াহিদের দুই মেয়ের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। আর জগলুল ওয়াহিদের দ্বিতীয় স্ত্রী আঞ্জু কাপুরের পক্ষে শুনানি করেন আইনজীবী মাসুদ আর সোবহান।

আদালত তার আদেশে জগলুল ওয়াহিদের ডেথ সার্টিফিকেটের কপি তিন দিনের মধ্যে মেয়েদের কাছে হস্তান্তর করতে নির্দেশ দেন। এছাড়াও জগলুল ওয়াহিদের মৃত্যুর পর ব্যাংকে লেনদেন ও বর্তমান হিসাব এফিডেভিট করে আঞ্জু কাপুরকে আদালতে দাখিল করতে নির্দেশ দেন। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যাংকের ম্যানেজারকে হিসাবের তথ্য দেওয়ারও নির্দেশ দেন আদালত।

একইসঙ্গে আঞ্জু কাপুর যে বিদেশি নাগরিক হিসেবে এফিডেভিট দিতে পারেন কিনা, সম্পত্তির মালিক হতে পারবে কিনা— সে বিষয়ে তাকে এফিডেভিট দিতে বলা হয়েছে। সম্পত্তি উইল করে দেওয়া হয়েছে আঞ্জু কাপুরের এমন এফিডেভিটের বিষয়ে দুই মেয়ের পক্ষে আইনজীবীদেরকে এফিডেভিট দিয়ে জবাব দিতে বলেছেন আদালত। পাশাপাশি গুলশান থানার ওসিকে এই দুই মেয়ের নিরাপত্তা অব্যাহত রাখার নির্দেশ দেন হাইকোর্ট।

এর আগে সংগীত শিল্পী ফেরদৌস ওয়াহিদের দুই ভাতিজিকে তাদের বাবা মোস্তফা জগলুল ওয়াহিদের গুলশান ২ এর ৯৫ নম্বর সড়কের বাসায় অনতিবিলম্বে প্রবেশ নিশ্চিতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ নির্দেশ বাস্তবায়ন করে ওই বাড়িতে পুলিশি নিরাপত্তা জোরদার করতে বলা হয়েছিল। কয়েকটি গণমাধ্যমে এ সংক্রান্ত প্রকাশিত প্রতিবেদন নজরে আনার পর গত ২৬ অক্টোবর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এসব আদেশ দেন।

প্রসঙ্গত, কয়েকটি গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়। সেসব প্রতিবেদনে বলা হয়, প্রায় ১০ কাঠা জমির ওপর অবস্থিত ওই বাড়িটি। গৃহকর্তার মৃত্যুর পর মালিকানা নিয়ে বিরোধে তার দুই মেয়ে অবস্থান নিয়েছেন বাড়ির সামনে। ওই দুই বোনের দাবি— বাড়ির দখল বাবার দ্বিতীয় স্ত্রী আঞ্জু কাপুরের হাতে। তিনি কিছুতেই ওই বাড়িতে তাদের ঢুকতে দিচ্ছেন না। গত ১০ অক্টোবর মোস্তফা জগলুলের মৃত্যু হয়।

মোস্তফা জগলুল ওয়াহিদ পেশায় পাইলট ছিলেন। ভাইবোনদের মধ্যে শুধু সংগীত শিল্পী ফেরদৌস ওয়াহিদ ছাড়া আর কেউ বাংলাদেশে নেই। দুই দিন ধরে বাড়ির সামনে অবস্থান নেন মোস্তফা জগলুল ওয়াহিদের দুই মেয়ে মুশফিকা ও মোবাশ্বেরা। তারা বাড়িতে ঢোকার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।

মুশফিকা গণমাধ্যমকে বলেছিলেন, ১৯৮৪ সালে তার বাবা মাকে নিয়ে গুলশানের এই বাসাতেই সংসার শুরু করেছিলেন। তাদের জন্ম এই বাড়িতে। ২০০৫ সালে তাদের মা–বাবার বিচ্ছেদ হয়।

পরে আঞ্জু কাপুর নামের এক ভারতীয়কে তাদের বাবা বিয়ে করেন। তিনি একাই এখন এই বাড়ির ভোগদখল করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্বার্থে আঘাত করলে কঠোর জবাব দেবে ইরান: রাইসি
স্বার্থে আঘাত করলে কঠোর জবাব দেবে ইরান: রাইসি
নিত্যপণ্য আমদানির বিকল্প ব্যবস্থা হচ্ছে: বাণিজ্য প্রতিমন্ত্রী
নিত্যপণ্য আমদানির বিকল্প ব্যবস্থা হচ্ছে: বাণিজ্য প্রতিমন্ত্রী
গ্রামীণ ব্যাংকের তিন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
গ্রামীণ ব্যাংকের তিন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
‘মাটিকাটার ডাম্পার জব্দ করায় বিট কর্মকর্তাকে হত্যা করে পাহাড়খেকোরা’
‘মাটিকাটার ডাম্পার জব্দ করায় বিট কর্মকর্তাকে হত্যা করে পাহাড়খেকোরা’
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’