X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

জার্মান জাদুঘর থেকে রত্ন চুরির ঘটনায় আটক ৩

বিদেশ ডেস্ক
১৭ নভেম্বর ২০২০, ২১:৪৩আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ১৬:০৯
image

জার্মানির একটি জাদুঘর থেকে মহামূল্যবান রত্ন চুরির ঘটনায় বার্লিনের বেশ কয়েকটি অ্যাপার্টমেন্টে তল্লাশি চালিয়েছে দেশটির পুলিশ। মঙ্গলবার এই অভিযানের পাশাপাশি ওই ঘটনায় সন্দেহভাজন তিন জনকে আটকের কথাও জানানো হয়েছে। তবে গত বছরের নভেম্বরে চুরি হওয়া অষ্টাদশ শতাব্দীর ওইসব রত্ন উদ্ধার সম্ভব হয়েছে কিনা সে বিষয়ে কিছু জানানো হয়নি। ঘটনার পর জার্মান সংবাদমাধ্যম এটিকে দেশটির আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় শিল্প চুরি হিসেবে আখ্যায়িত করে। ঐতিহাসিক গ্রিন ভল্ট জাদুঘরের রত্ন সংগ্রশালা

ইউরোপের অন্যতম বড় সম্পদ সংগ্রহশালা বলে পরিচিত জার্মানির ড্রেসডেন শহরের গ্রিন ভল্ট জাদুঘর। গত বছরের ২৫ নভেম্বর চোরেরা সংগ্রহশালায় জোরপূর্বক প্রবেশ করে অন্তত তিন সেট রত্ন নিয়ে পালিয়ে যায়। হিরা ও রুবি পাথরে সজ্জিত অষ্টাদশ শতাব্দীর এসব রত্ন অমূল্য বলে মনে করা হয়। চুরির পর জার্মানির বিল্ড সংবাদপত্র জানায়, চোরেরা কাছের একটি বৈদ্যুতিক বাক্সে আগুন ধরিয়ে দিয়ে পুরো এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

মঙ্গলবার জার্মান পুলিশ জানায়, চুরি হওয়া রত্ন এবং সংশ্লিষ্ট অন্য প্রমাণের খোঁজে এদিন ১৮টি অ্যাপার্টমেন্ট, গ্যারেজ এবং যানবাহনে তল্লাশি চালানো হয়। এই অভিযানে অংশ নেয় এক হাজার ৬৩৮ জন পুলিশ কর্মকর্তা।

রত্ন চুরি এবং অগ্নিসংযোগের ঘটনায় সন্দেহভাজন হিসেবে তিন জার্মান নাগরিককে আটক করা হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে তাদের আটকের কথা জানানো হলেও এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানায়নি পুলিশ।

নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যায়, গত বছরের ২৫ নভেম্বর ভোরে গ্রিলযুক্ত একটি জানালা ভেঙে জাদুঘরের সংগ্রহশালায় প্রবেশ করে দুই ব্যক্তি। অ্যালার্ম বেজে ওঠার পাঁচ মিনিটের মাথায় ঘটনাস্থলে হাজির হয় নিরাপত্তা কর্মকর্তারা। তবে তার আগেই পালিয়ে যায় চোরেরা।

চোরেরা সংগ্রহশালা থেকে যেসব রত্ন নিয়ে যায় তার মধ্যে রয়েছে অষ্টাদশ শতাব্দীর একটি তলোয়ার, যার হাতলে নয়টি বড় এবং ৭৭০টি ছোট হিরা বসানো রয়েছে। এছাড়া একটি বাহুবন্ধনিও চুরি হয়। যেটিতে ৪৯ ক্যারেটের সাদা হিরা বসানো রয়েছে।

উল্লেখ্য, জার্মানিতে আগেও বড় ধরনের বেশ কিছু চুরি সংঘটিত হয়েছে। দেশটির ব্যাংক এবং জাদুঘর প্রায়ই চোরদের লক্ষ্যবস্তু হয়।

/জেজে/বিএ/এমওএফ/
সম্পর্কিত
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
রুশ গুপ্তচর সন্দেহে জার্মানিতে গ্রেফতার ২
সর্বশেষ খবর
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
ব্রাদার্সের জালে মোহামেডানের ৮ গোল, দিয়াবাতের ৫
ব্রাদার্সের জালে মোহামেডানের ৮ গোল, দিয়াবাতের ৫
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
প্রবাসীদের ফেসবুক আইডি হ্যাক করে কোটিপতি, দুই ভাই গ্রেফতার
প্রবাসীদের ফেসবুক আইডি হ্যাক করে কোটিপতি, দুই ভাই গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া