X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রাজবাড়ীর বাজারে নেই আলু

রাজবাড়ী প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২০, ০৩:০৬আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ০৩:০৬

রাজবাড়ীর একটি কাঁচাবাজার সব ধরনের সবজি থাকলেও নেই আলু সরকারের বেধে দেওয়া দামের চেয়ে মোকামে দাম বেশি এবং ব্যবসায় লোকসানের ভয়ে আলু কেনা বন্ধ রেখেছে রাজবাড়ীর সবজি আড়তদাররা। এতে রাজবাড়ীর বাজারে দেখা দিয়েছে আলুর সংকট। ফলে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

রাজবাড়ী জেলা শহরের বড় পাইকারি কাঁচাবাজারে প্রতিদিন দুই থেকে তিনশ’ মণ আলু বিক্রির জন্য আনা হতো। কিন্তু কয়েকদিন ধরে তা বন্ধ রয়েছে। ফলে পাইকারি ও খুচরা বাজারে কোথাও আলু পাওয়া যাচ্ছে না। আলু আনা বন্ধ থাকায় এ খাতের শ্রমিকরাও বিপাকে পড়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজবাড়ী জেলা শহরের বড় পাইকারি কাঁচাবাজার ঘুরে দেখা যায়, সব ধরনের কাঁচা সবজি পাওয়া গেলেও কোনও আড়তে আলু কেনা-বেচা হচ্ছে না। খুচরা বাজারেও আলু নেই। আলুর আড়ত খালি।

ক্রেতা মো. মামুন বলেন, ‘কয়েকটি দোকান ঘুরেও আলু পাইনি। দ্রুত বাজার স্বাভাবিক হওয়া দরকার।’

আরেক ক্রেতা মো. লোকমান বলেন, ‘বাজার করতে এসে দেখি বাজারের কোনও সবজির দোকানে আলু নেই। হঠাৎ করে আলু উধাও। বাজারের তালিকায় তো আলু থাকা দরকার।’

আড়তের শ্রমিক সরদার মো. খবির শেখ বলেন, ‘১৫ জন শ্রমিক আলু লোড-আনলোড করে। দাম বেশি হওয়ায় কয়েকদিন আড়তে আলু আসছে না। আর আলু না আসায় তাদের রোজগার বন্ধ রয়েছে।’

আড়তদার মোস্তাক আহম্মেদ, আব্দুল মতিন মিয়াসহ কয়েকজন ব্যবসায়ী জানান, সরকারের বেধে দেওয়া দামে মোকাম থেকে আলু কেনা যাচ্ছে না। এ কারণে আলু আমদানি বন্ধ রাখা হয়েছে। বেশি দামে কিনলে তো বেশি দামেই বিক্রি করতে হবে। কিন্তু বেশি দামে বিক্রি করলে প্রশাসন জরিমানা করে। তাই লোকসান দিয়ে ব্যবসা না করতে আলু আমদানি বন্ধ রাখা হয়েছে।’

রাজবাড়ী কাঁচা বাজারের সাধারণ সম্পাদক আমান ট্রেডার্সের মো. আলতাফ হোসেন চৌধুরী জানান, সরকার নির্ধারণ করেছে আড়তে ৩০ টাকা কেজিতে আলু বিক্রি করতে হবে। কিন্তু মোকাম থেকে কিনতে হয় ৪০-৪২ টাকায়। এ কারণে আলু বাজারে আনা হচ্ছে না। সরকারি নিয়ম অনুযায়ী বিক্রি করলে প্রতিদিন কয়েক লাখ টাকা লোকসান হবে।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’