X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ঢাকায় ১৪ ডিসেম্বর থেকে এমিরেটসের ফ্লাইট বাড়ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২০, ২৩:০৩আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ২৩:১১

এমিরেটসের উড়োজাহাজ যাত্রী চাহিদা মেটাতে ঢাকায় আবারও ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করছে এমিরেটস। আগামী ১৪ ডিসেম্বর থেকে প্রতিদিন ঢাকা-দুবাই-ঢাকা রুটে সংযুক্ত আরব আমিরাতের এই বিমান সংস্থার দুটি ফ্লাইট চলাচল করবে। ফলে দুবাই হয়ে এমিরেটসের বৈশ্বিক নেটওয়ার্কভুক্ত ৯৫টির বেশি গন্তব্যে ভ্রমণের ক্ষেত্রে আরও ভালো সংযোগ সুবিধা পাবেন বাংলাদেশের যাত্রীরা।

অতিরিক্ত ইকে-৫৮৫ ফ্লাইটগুলো পরিচালনায় ব্যবহৃত হবে সুপরিসর বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ। এগুলো রাত ১টায় ঢাকা ছেড়ে স্থানীয় সময় ভোর ৪টা ৩৫ মিনিটে দুবাই পৌঁছাবে। ফিরতি ফ্লাইট ইকে-৫৮৪ দুবাইয়ের স্থানীয় সময় বিকাল ৪টা ৪৫ মিনিটে রওনা দিয়ে রাত ১১টায় ঢাকায় অবতরণ করবে।

পর্যটকদের জন্য দুবাই ভ্রমণ এখন উন্মুক্ত। ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল (ডব্লিউটিটিসি) কর্র্তৃক প্রদত্ত নিরাপদ ভ্রমণে সনদপ্রাপ্ত নগরীগুলোর মধ্যে দুবাই অন্যতম।

করোনাভাইরাস মহামারির প্রেক্ষাপটে আকাশপথে যাতায়াতে যাত্রীদের আস্থা ফিরিয়ে আনতে এবং তাদের নিরাপত্তায় এমিরেটস বেশ কয়েকটি উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে কোভিড-১৯ ও মাল্টি-রিস্ক ভ্রমণ বিমা, উদার বুকিং নীতি এবং ভ্রমণের প্রতিটি ধাপে স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা।

বিশ্বের প্রথম এয়ারলাইন হিসেবে এমিরেটস গ্রাহকদের জন্য মাল্টি-রিস্ক ভ্রমণ ও কোভিড-১৯ বিমা চালু করে। গত ১ ডিসেম্বর থেকে কেনা সব টিকিটের ক্ষেত্রে এই সুবিধা কার্যকর থাকবে। কোভিড-১৯ মেডিক্যাল বিমা কভার ছাড়াও ব্যক্তিগত দুর্ঘটনা, শীতকালীন খেলাধুলা, ব্যক্তিগত জিনিসপত্র হারানো, আকাশপথ বন্ধ হয়ে যাওয়ার কারণে অপ্রত্যাশিতভাবে ভ্রমণে বিঘ্ন ঘটা ইত্যাদি ক্ষেত্রে বিমা সুবিধা পাবেন যাত্রীরা।

যাত্রীদের জন্য উদার বুকিং নীতিও গ্রহণ করেছে এমিরেটস। ২০২১ সালের ৩০ জুন বা তার আগে ভ্রমণের জন্য টিকিট কিনলে গ্রাহকরা বিশেষ কিছু সুবিধা পাবেন। যেমন– টিকিটের মেয়াদ দুই বছর পর্যন্ত বৃদ্ধি ও ভ্রমণের তারিখ পরিবর্তনের সুযোগ।

ভ্রমণের প্রতিটি ধাপে যাত্রীদের নিরাপত্তায় বেশকিছু কার্যক্রম পরিচালনা করছে এমিরেটস। এর মধ্যে রয়েছে যাত্রীদের সৌজন্যমূলক হাইজিন কিট প্রদান। এ প্রসঙ্গে বিস্তারিত তথ্য রয়েছে এমিরেটস ডটকম/ইউরসেফটি ওয়েবসাইটে।

দুবাই ভ্রমণের জন্য বিস্তারিত তথ্য এমিরেটস ডটকম/ফ্লাইদুবাই ওয়েবসাইটে পাওয়া যাবে। এমিরেটস ডটকম ওয়েবসাইট বা ট্রাভেল এজেন্টদের মাধ্যমে টিকিট কেনা যাবে।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
আ.লীগ নেতাদের বক্তব্যের প্রতিবাদ জানালো বিমান
এভিয়েশন-ট্যুরিজম খাতে সম্মাননা পেলেন ১০ নারী
নারী ক্রুদের পরিচালনায় দাম্মাম গেলো বিমানের ফ্লাইট
সর্বশেষ খবর
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’