X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

আইসিইউ নেই মাগুরা সদর হাসপাতালে, তবে করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে

মাগুরা প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২০, ০৪:০২আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ০৪:১০

মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা।

মাগুরায় করোনা পরিস্থিতি এখন পর্যন্ত নিয়ন্ত্রণে। গত তিন মাসেরও অধিক সময় এ জেলায় করোনায় কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে মাগুরায় সরকারি হাসপাতালে কোনও আইসিইউ নেই।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে ৮৫টি রিপোর্ট হাতে এসেছে যার মধ্যে ৮ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত  ব্যক্তির সংখ্যা ১০২৭ জন যার মধ্যে ৯৮০ জন সুস্থ্য হয়েছেন। বাকিরা বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। এ পর্যন্ত মোট ১৯ জন করোনা রোগী মারা গেছেন।  

মাগুরা ২৫০ শয্যার সদর হাসপাতাল ঘুরে দেখা গেছে, সব কিছুই স্বাভাবিক। হাসপাতালে রোগীর সংখ্যা অনুপাতে শয্যা না থাকায় এখনও বারান্দায় এবং মেঝেতে রোগীরা অবস্থান করছেন। বহির্বিভাগে ঘুরে দেখা গেছে আগের মতই রোগীর ভিড়।

শহরের পারনান্দুয়ালি এলাকার শমসের আলী বলেন, চিকিৎসকরা রোগী দেখছেন নিয়মিত তবে অনেক রোগী থাকায় সবার প্রতি সমান মনোযোগ দিতে পারছন না।

দোয়ার পাড় এলাকার বাসিন্দা সাহিদা বেগম বলেন, ডাক্তারররা এখানে দূর থেকে রোগী না দেখলেও চেম্বারে অনেক চিকিৎসক রোগীকে কাছে আসতে দেন না। তবু চেম্বারে অনেক সময় নিয়ে দেখেন তারা যা এখানে দেন না।

বহির্বিভাগের চিকিৎসক ডা. রাজিয়া সুলতানা মাহমুদ বলেন, করোনার মাত্রা বাড়ুক বা না বাড়ুক আমাদের দায়িত্ব পালন করতেই হয়। এখানে আন্তরিকতার কোনও অভাব নেই।

মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধয়াক স্বপন কুমার কুন্ডু বলেন, করোনার শুরু থেকেই আমাদেও চিকিৎসকরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। শুধু তাই নয়, যারা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন তাদের সাথেও আমরা নিয়মিত যোগাযোগ করছি। আমাদেও হাসপাতালে আইসিইউ না থাকলেও প্রযোজনীয় অক্সিজেন এবং অন্যান্য সব ব্যবস্থাই আছে।

সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা বলেন, এখনো মাগুরায় কোনও আইসিইউ ওয়ার্ড নেই। আমরা আশাবাদী যে অচিরেই এ সমস্যার সমাধান হবে। মাগুরায় এখন পর্যন্ত করোনা সংক্রমন তীব্র না হওয়ায় খুব সমস্যার মুখোমুখি আমরা হইনি। তবে এটি শেষ কথা নয়।

 

/টিএন/
সম্পর্কিত
‘কিংস পার্টিতে’ সাকিবের যোগদানের বিষয়টি জানেন না মহাসচিব
মেয়াদোত্তীর্ণ ৮০ বস্তা খেজুর বিক্রির পর  ১২০ বস্তা জব্দ
বই মেলার উদ্বোধন করলেন সাকিব আল হাসান
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা