X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

জমির আখে আগুন, মহিমাগঞ্জে কৃষকের অভিনব প্রতিবাদ

গাইবান্ধা প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২০, ০০:১৪আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ০৭:২৫




জমির আখে আগুন চিনিকল বন্ধের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে এবার গাইবান্ধার মহিমাগঞ্জে আখের জমি আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছেন জিল্লুর রহমান নামে এক আখ চাষি। শনিবার (১৯ ডিসেম্বর) পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শ্রমিক-কর্মচারী ও আখ চাষিদের মিল গেটে বিক্ষোভ ও সড়ক অবরোধের পর সংবাদ সম্মেলন চলাকালে গোপালপুর গ্রামের কৃষক জিল্লুর রহমান তার আখের জমিতে আগুন লাগিয়ে দেন।

আখের জমিতে আগুন দেওয়ার ঘটনাটি এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। আগুনের ঘটনা শুধুই প্রতিবাদ, নাকি এর পেছনে অন্য কোনও কারণ আছে, তা নিয়ে নানা গুঞ্জন এখন স্থানীয়দের মুখে।

চাষি জিল্লুর রহমান জানান, গত বছরের আখ বিক্রির টাকা আজও পাওনা। আখ মাড়াই মৌসুমে মিল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার না করায় রাগ, ক্ষোভে আখের জমিতে অগুন দেন তিনি। আগুনে তিন বিঘা জমির আখ পুড়ে গেছে তার। মহিমাগঞ্জ সুগার মিলে আখ মাড়াই করতে না পারলে অন্য চিনিকলে আখ নিয়ে যাবেন না তিনি। প্রয়োজনে তার অন্য আখের জমিও আগুন দিয়ে পুড়িয়ে ফেলার হুমকি দেন তিনি।

স্থানীয়রা জানান, গোপালপুর গ্রামের কৃষক জিল্লুর রহমান ও তার ভাই জোবায়দুর রহমান তাদের তিন বিঘা জমিতে আখ চাষ করেন। এরমধ্যে শুধু জিল্লুর রহমান আখের জমিতে আগুন দেন। আখের দাম না পাওয়া ও মিলের আখ মাড়াই বন্ধের কারণে রাগ-ক্ষোভে জিল্লুর রহমান জমিতে আগুন লাগিয়েছেন।

জমির আখে আগুন, মহিমাগঞ্জে কৃষকের অভিনব প্রতিবাদ ঘটনার সত্যতা স্বীকার করে চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল মোবাইলফোনে জানান, সংবাদ সম্মেলনের সময়ে হঠাৎ করে ফোনে আখের জমিতে আগুন দেওয়ার খবর আসে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ও সোনাতলা থেকে ফায়ার সার্ভিস কর্মীরা এসেও আখ রক্ষা করতে পারেনি। আগুনে ওই জমির দেড় লাখ টাকার বেশি মূল্যের আখ পুড়ে ছাই হয়েছে। তিন বিঘা জমির আলাদা প্লটে দুই ভাই জিল্লুর ও জোবায়দুর আখ চাষ করেন। মিল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়ার ক্ষোভেই জমিতে আগুন দেন কৃষক জিল্লুর রহমান।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চিনিকল সবন্ধর প্রতিবাদে আন্দোলন চালিয়ে আসছেন শ্রমিক-কর্মচারী ও আখ চাষিরা।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!