X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

চেয়ারম্যানকে ফাঁসাতে মেম্বারকে খুন!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০২০, ১৫:১৯আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ১৫:৪৯

হামিদুল শরীফ

গোপালগঞ্জের গোপিনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান লাচ্চু শরীফকে ফাঁসানোর জন্য একই ইউনিয়ন পরিষদের মেম্বার হামিদুল শরীফকে তৃতীয় একটি গ্রুপ খুন করে! মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। এর আগে খুনের সঙ্গে জড়িত তিন জনকে দেশের বিভিন্ন জেলা ও শহর থেকে গ্রেফতার করেছে সিআইডি।

তবে সিআইডির দাবি উড়িয়ে দিয়ে চেয়ারম্যান লাচ্চু শরীফ বলছেন, তাকে ফাঁসানোর কোনও প্রশ্নই ওঠে না। তার সঙ্গে এই ঘটনা কোনোভাবেই সম্পর্কিত নয়।

গ্রেফতার ব্যক্তিরা হলো−রবিউল ওরফে রবি শরীফ (৫৭), আমির মোল্লা (৩৫) ও সাগর । সোমবার রবি শরীফকে ঢাকার পাটুয়াটুলী থেকে গ্রেফতার করা হয় বলে জানান সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মুক্তা ধর।

গ্রেফতার তিন ব্যক্তি

গত ১২ ডিসেম্বর সন্ধ্যা সোয়া ৭টায় গোপালগঞ্জ জেলার গোপিনাথপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার হামিদুল শরীফ খুন হন। গোপিনাথপুর হাই স্কুলের কাছে আততায়ীরা গুলি করে তাকে হত্যা করে। এই ঘটনায় গোপিনাথপুর থানায় নিহতের ভাই মনির শরীফ অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা করেন।

সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন বলেন, ঘটনার পরপরই সিআইডি ছায়া তদন্ত শুরু করে। আধুনিক তদন্ত কলাকৌশল ব্যবহার করে সিআইডি হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ও চালক আমির মোল্লাকে শনাক্ত করে।

আমির মোল্লাকে যশোর থেকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডের মূল আসামি রবিউল শরীফকে গ্রেফতার করা হয়। আর সাগরকে গ্রেফতার করা হয় গোপালগঞ্জ থেকে।

মুক্তা ধর বলেন, কারিগরি তথ্য, রুপসা ব্রিজে টোল প্লাজার সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ থেকে তাদের শনাক্ত করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, রবি শরীফ ও আমির মোল্লা দীর্ঘদিন ধরে যশোরে বসবাস করছে। যদিও তাদের গ্রামের বাড়ি নিহত মেম্বারের এলাকায়। এ হত্যাকাণ্ড ঘটানোর জন্য তারা দুই জন মোটরসাইকেলে করে গোপালগঞ্জ এসেছিল এবং হত্যাকাণ্ড ঘটিয়ে চলে যায়।

হত্যাকাণ্ডের কারণ বলতে গিয়ে তিনি বলেন, স্থানীয় চেয়ারম্যান (লাচ্চু শরীফ) আমির মোল্লাকে একটি মিথ্যা মামলায় ফাঁসিয়ে ছিল। আর হামিদুল শরীফ চেয়ারম্যানের বিরুদ্ধে কয়েকজন মেম্বার মিলিত হয়ে অনাস্থা এনেছিলেন। এ কারণে আমির মোল্লা  হামিদুলকে হত্যার পরিকল্পনা করে এবং সে মনে মনে ধরে নেয়, তাকে হত্যা করলে চেয়ারম্যান এ হত্যাকাণ্ডের জন্য দায়ী হবে।

রবি শরীফ এ হত্যাকাণ্ডে এজন্য জড়িত হয় এজন্যই যে, হামিদুল মারা গেলে তার লোক পরবর্তীতে মেম্বার হতে পারবে। এছাড়া তাদের মধ্যে পারিবারিক বিরোধ ছিল। 

মূলত 'গ্রাম্য পলিটিক্স' ও ক্ষমতা পাওয়ার লোভে এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তবে গোপিনাথপুর ইউনিয়ন চেয়ারম্যান লাচ্চু শরীফ বলেন, ‘আমির মোল্লাকে আমি চিনি না। সুতরাং মিথ্যা মামলায় ফাঁসানোর কোনও প্রশ্নই আসে না। তবে রবি শরীফকে চিনি। রবি শরীফ নিহত হামিদুল শরিফের পাশের বাড়ির বাসিন্দা। আর হামিদুল মেম্বার আমার বিরুদ্ধে কয়েকজন মেম্বারকে নিয়ে অনাস্থা আনার যে কথা বলা হয়েছে তা মিথ্যা। এ ধরনের কোনও ঘটনা ঘটেনি।’

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মুক্তা ধর বলেন, হত্যাকাণ্ডে একটি অস্ত্র ব্যবহৃত হয়েছে। অস্ত্রের বিষয় ইতোমধ্যে তথ্য পাওয়া গেছে। অস্ত্র উদ্ধারে কাজ চলছে বলেও জানান তিনি।

/এআরআর/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!