X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

নরসিংদীর নারায়ণপুর-দুলাকান্দি সড়কের বেহাল দশা

নরসিংদী প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২০, ২০:২০আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ২০:২০

দীর্ঘদিন ধরে সংস্কার না করায় বেহাল দশা সড়কটির নরসিংদীর বেলাবতে নির্মাণের পর দীর্ঘদিন ধরে সংস্কার না করায় বেহাল দশায় রয়েছে নারায়ণপুর-বটিবন্দ-দুলালকান্দি আঞ্চলিক সড়ক। খানাখন্দের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ব্যাহত হচ্ছে কৃষিপণ্যসহ অন্যান্য মালামাল পরিবহন। এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাগবে সড়কটি সংস্কারের দাবি এলাকাবাসীর।

স্থানীয়রা জানান, সাড়ে পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের নরসিংদীর এই আঞ্চলিক সড়কটির দুই প্রান্তে দুটি বড় বাজার নারায়ণপুর ও দুলালকান্দি। দুটি বাজারে কৃষিপণ্যসহ অন্যান্য মালামাল পরিবহনে একমাত্র সড়ক এটি। নারায়ণপুর ইউনিয়নসহ পার্শ্ববর্তী সল্লাবাদ ইউনিয়ন ও আশেপাশের এলাকার হাজারো জনসাধারণের চলাচলের গুরুত্বপূর্ণ ১২ ফিট এই সড়কটি ২০০০ সালে নির্মাণ করে সড়ক ও জনপথ বিভাগ। নির্মাণের কয়েক বছর পর থেকেই খানাখন্দ ও গর্ত সৃষ্টি হওয়ায় বেহাল দশায় পড়ে সড়কটি। সড়কের বেশির ভাগ অংশের পিচ উঠে গিয়ে সৃষ্ট বড় বড় গর্তের কারণে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। এতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। দীর্ঘদিন ধরে এ অবস্থা হলেও তিন বছর আগে সড়কটির এক কিলোমিটার সংস্কার করে সড়ক ও জনপথ বিভাগ। বাকি অংশের সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। ফলে বাধ্য হয়ে ১২ কিলোমিটার ঘুরে বিকল্প সড়কে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীর। দুর্ভোগ লাগবে সড়কটি দ্রুত সংস্কারের দাবি তাদের।  

সড়কের ইজিবাইক চালক ইব্রাহিম মিয়া বলেন, ‘আমরা গরিব মানুষ, ইজিবাইক চালিয়ে রোজগার করে খাই। দীর্ঘদিন ধরে সড়কের বেহাল দশার কারণে যাত্রী পাওয়া যায় না। পাওয়া গেলেও গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটছে এবং গাড়ি ভেঙে যাচ্ছে।’

সড়কটির পাশের গ্রাম বটিবন্দ গ্রামের বাসিন্দা মোশারফ হোসেন বলেন, ‘সড়কের দুই মাথায় দুটি বড় বাজার নারায়ণপুর ও দুলালকান্দি বাজারে যাতায়াতের একমাত্র সড়ক এটি। সড়কটি নির্মাণের পর থেকে সংস্কার না করায় ব্যস্ততম এই সড়কটি এখন প্রায় পরিত্যক্ত বলা চলে। গুরুত্বপূর্ণ বিবেচনায় এই সড়কটি দ্রুত সংস্কার করার পাশাপাশি প্রশস্ত করার দাবি জানাচ্ছি।’

নারায়ণপুর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ‘এলাকার কৃষকরা তাদের উৎপাদিত কৃষিপণ্য ও বিভিন্ন খামারে পালন করা মুরগি বিক্রি করতে হলে এই সড়ক দিয়েই যেতে হয়। এছাড়া তিনটি ইউনিয়নের হাজার হাজার লোকজনের যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কারে কর্তৃপক্ষের কোনও আগ্রহ দেখছি না।’

যোগাযোগ করা হলে নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার জানান, ২০০০ সালে সাড়ে পাঁচ কিলোমিটারের মধ্যে ভেঙে পড়া এক কিলোমিটার সংস্কার করা হয়েছিল। চলতি অর্থবছরে এটি সংস্কারের জন্য ৬০ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়েছে।  

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা