X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মেস মালিকের বিরুদ্ধে ২ শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ

বশেমুরবিপ্রবি প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২০, ২২:৪৬আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ২৩:১০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) প্রথম বর্ষের দুই ছাত্রীকে মেস মালিক শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, তারা নবিনবাগ এলাকার খন্দকার মোফাজ্জল হোসেনের বাসায় ভাড়া থাকতেন। সোমবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় বাসা পরিবর্তন করতে গেলে তার স্ত্রী নাসরিন খন্দকার ও মেয়ে রেশমীর দ্বারা নির্যাতনের শিকার হন তারা।

এ ব্যাপারে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী এক শিক্ষার্থী বলেন, ‘নয় মাস পর বাসা ভাড়া চুক্তি শেষ হওয়ার এক মাস আগেই চুক্তি অনুযায়ী সম্পূর্ণ ভাড়া পরিশোধ করে করোনার কারণে চলে আসার সময় বাড়ির মালিকের স্ত্রী নাসরিন খন্দকার ও তার মেয়ে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। তারা আমাদের বাবা-মা ও পরিবার নিয়ে বাজে কথা বলেন এবং একপর্যায়ে বাসা থেকে বের হয়ে যেতে বলেন। বের না হতে চাইলে গায়ে হাত তোলেন এবং ধাক্কা দিয়ে বের করে দেন নাসরিন খন্দকার। কিন্তু ওই বাসা আমাদের জানুয়ারি পর্যন্ত ভাড়া নেওয়া ও সব ভাড়া পরিশোধ করা ছিল। সে অনুযায়ী তারা আমাদের বের করে দিতে পারেন না।’

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বাড়িওয়ালার স্ত্রী নাসরিন খন্দকার নির্যাতনের অভিযোগ অস্বীকার করেন। সেখানে এমন কোনও ঘটনা ঘটেনি বলে তিনি জানান। তবে প্রত্যক্ষদর্শী ভ্যানচালক শাহিন বলেন, ‘উভয় পক্ষের তর্কাতর্কির একপর্যায়ে বাড়িওয়ালার স্ত্রী একজনকে ধাক্কা দেন।’

এই ঘটনা সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান বলেন, ‘বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে বাড়িওয়ালার সঙ্গে কথা বলেছি। আমরা পরে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করবো।’

 

 

 

 

 

 

 

 

 

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’