X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বিনা প্রতিদ্বন্দ্বিতায় হ্যাটট্রিক জয়ের পথে আ.লীগের মেয়র প্রার্থী!

পিরোজপুর প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২০, ২৩:৫১আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ০০:৫৬

মো.হাবিবুর রহমান মালেক

পিরোজপুর পৌরসভার নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী জেলা বিএনপির যুগ সম্পাদক শেখ শহীদুল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম সাইদুল ইসলাম কিসমতের মনোনয়নপত্র বাতিল হয়েছে। মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও পিরোজপুর জেলা নির্বাচন কর্মকর্তা  এই দুই মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন। ফলে আপিল না হলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান মালেক বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে যাচ্ছেন। এর আগে হাবিবুর রহমান ২০১০ ও ২০১৫ সালে অনুষ্ঠিত পিরোজপুর পৌরসভার নির্বাচনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছিলেন।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মেয়র পদে ১৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র জেলা আওয়ামী লীগের মো. হাবিবুর রহমান মালেক, বিএনপির মেয়র প্রার্থী জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ শহীদুল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম সাইদুল ইসলাম কিসমত মনোনয়নপত্র জমা দেন। মঙ্গলবার মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও পিরোজপুর জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান বিএনপির প্রার্থী শেখ শহীদুল্লাহ ও স্বতন্ত্র এস এম সাইদুল ইসলাম কিসমত এর মনোনয়নপত্র বাতিল করেন।

রিটার্নিং কর্মকর্তা ও পিরোজপুর জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান বলেন, হলফনামায় তথ্য গোপন করায় শেখ শহীদুল্লাহর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আর স্বতন্ত্র প্রার্থী এস এম সাইদুল ইসলাম কিসমতের সমর্থনকারী ভোটারের স্বাক্ষর যুক্তকরণে গড়মিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

যদি এসব প্রার্থী আপিল না করেন অথবা আপিল করলেও নির্বাচন কর্মকর্তার সিদ্ধান্ত বহাল থাকে সেক্ষেত্রে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হাবিবুর রহমান মালেকের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে বাধা থাকবে না। হাবিবুর রহমান ২০১০ ও ২০১৫ সালে অনুষ্ঠিত পৌরসভার নির্বাচনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছিলেন।

দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত পিরোজপুর পৌরসভার নির্বাচন ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। পিরোজপুর পৌরসভার ভোটার সংখ্যা ৪৫ হাজার ১৮৫। প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত নির্বাচনে ২৬টি কেন্দ্রে ১২৯টি বুথ থাকবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন