X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করার অপচেষ্টা করা হচ্ছে’

জয়পুরহাট প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২০, ২১:৫৬আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ২১:৫৬

বক্তব্য দিচ্ছেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, ‘তথাকথিত আলেমরা চুক্তি করে লাখ লাখ টাকার বিনিময়ে হেলিকপ্টারে এসে ভাস্কর্যের বিরুদ্ধে ওয়াজ করছে। তারা ইসলামের ভুল ব্যাখ্যা ও ফতোয়া দিয়ে দেশের শান্তিপ্রিয় মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে।’ বুধবার (২৩ ডিসেম্বর) বিকালে পাঁচবিবি স্টেডিয়াম মাঠে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এ সময় স্বপন বলেন, ‘মহানবী হযরত মোহাম্মদ (স.) কখনও হেলিকপ্টারে করে ইসলাম প্রচার করেননি। কখনও টাকার বিনিময়ে হাদিয়া নিয়ে তিনি ইসলাম প্রচার করতে যাননি। কখনও সুস্বাদু খাবার গ্রহণ করে দ্বীনে ইসলামের কথা মাইকে প্রচার করতে যাননি। যারা টাকা নিয়ে, হাদিয়া নিয়ে ওয়াজ করেন, তারা কি ইসলামের বন্ধু? নাকি যারা প্রকৃত ঈমানদার, নামাজি এবং পরহেজগার মানুষরা ইসলামের বন্ধু?’

অতীতের উদাহরণ টেনে তিনি বলেন, ‘প্রাচীনকালে শুনেছি ইংরেজি শিক্ষা গ্রহণ করা যাবে না, ইংরেজি হচ্ছে খ্রিস্টান-ইহুদিদের ভাষা। ইংরেজি শিক্ষা গ্রহণ করলে মুসলমানিত্ব চলে যাবে। এরপর শুনেছি, শহীদ মিনারে ফুল দেওয়া যাবে না। শহীদ মিনারে ফুল দিলে শিরক হবে। ধোপে টেকেনি। নৌকায় ভোট দেওয়া যাবে না। নৌকায় ভোট দিলে বেহেশত হারাম হয়ে যাবে। বিবি তালাক হয়ে যাবে। ধোপে টেকেনি। এখন নতুন করে তারা দেশকে পিছিয়ে নেওয়ার চেষ্টা করছে। তাদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নের রোল মডেল, তখন একটি মহল ঘোলা পানিতে মাছ ধরতে ধর্মের নামে বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করছে। আওয়ামী লীগের একজন নেতাকর্মীও জীবিত থাকতে এদেশের মাটি থেকে বঙ্গবন্ধুর আদর্শকে নিশ্চিহ্ন করা যাবে না।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক মণ্ডলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন– জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট মোমিন আহমেদ চৌধুরী জিপি প্রমুখ।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা