X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মোটরসাইকেল থেকে পড়ে মায়ের মৃত্যু, বেঁচে গেলো ২ মাসের সন্তান

গাইবান্ধা প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২০, ২৩:৫৮আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ০০:০১

 

গাইবান্ধা মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে নিহত হয়েছেন গাইবান্ধার সাদুল্লাপুরের সাথী বেগম (২৭) নামে এক গৃহবধূ। তবে বেঁচে গেছে তার কোলে থাকা দুই মাসের শিশু সোয়ান। এছাড়া অক্ষত রয়েছে তার স্বামীসহ ১১ বছরের অপর ছেলে সন্তান সিয়াম। 

রবিবার (২৭ ডিসেম্বর) সকালে সাদুল্লাপুর-মাদারগঞ্জ সড়কের জামালপুর ইউনিয়নের বড় জামালপুর এলাকার তালেবের চাতাল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্বামী রমজান আলীর সঙ্গে মোটরসাইকেলে করে বাবার বাড়ি সাহারবাজারে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।  

পুলিশ ও স্থানীয়রা জানান, নিজ বাড়ি আরাজী জামালপুর গ্রাম থেকে রমজান আলী স্ত্রী সাথী বেগম ও দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে সাহারবাজার শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। পথে তালেবের চাতাল এলাকায় ব্যাটারিচালিত একটি অটোভ্যানকে সাইড দিতে গেলে মোটরসাইকেল থেকে সাথী বেগম কোলে থাকা শিশু সোয়ান ও সিয়ামকে নিয়ে ছিটকে রাস্তায় পড়েন। এ সময় রাস্তায় থাকা একটি ইট ভাঙ্গার মেশিনের সঙ্গেও ধাক্কা লেগে গুরুতর আহত হন সাথী বেগম। তবে দুর্ঘটনার সময় তার কোলে থাকা দুই মাসের ছেলে সিয়াম ও ১১ বছরের ছেলে সোয়ান কোনও আঘাত পায়নি। ক্ষতি হয়নি স্বামী রমজান আলীরও। 

সাথী বেগমের স্বামী রমজান আলী জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন সাথী বেগমকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর দ্রুত গতিতে অটোভ্যান নিয়ে পালিয়ে যায় চালক। 

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, রাস্তায় অটোভ্যানকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে সাথী বেগমের মৃত্যু হয়েছে। তবে সাথী বেগমের স্বামী রমজান আলী ও তার দুই ছেলের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে শ্যালোইঞ্জিন চালিত একচি ট্রলি আটক করে থানায় আনা হয়। পালিয়ে যাওয়া অটোভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতের পরিবারকে লিখিত অভিযোগ দেওয়ার কথা জানানো হয়েছে। তবে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত কেউ অভিযোগ করেনি। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
বাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
গ্লোবাল স্কিলস ফোরামে বক্তারাবাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা