X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ইউপি চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে ঠিকাদার অপহরণের মামলা

ফেনী প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২০, ১৭:৩২আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ১৭:৩২

ফেনী ফেনীতে খলিলুর রহমান নামে এক ঠিকাদারকে অপহরণের মামলায় শর্শদী ইউপি চেয়ারম্যান জানে আলমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই মামলার চার আসামিকে এরইমধ্যে গ্রেফতার করা হয়েছে। ইউপি চেয়ারম্যান জানে আলমকে গ্রেফতারের চেষ্টা চলছে ।

সোমবার (২৮ ডিসেম্বর) সকালে ফেনী মডেল থানায় মামলাটি হয়েছে। ফেনী মডেল থানা পুলিশের ওসি মো. আলমগীর হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

ফেনী মডেল থানা পুলিশের ওসি মো. আলমগীর হোসেন জানান, জেলা প্রশাসনের কার্যালয়ে গ্রাম পুলিশের (চৌকিদার-দফাদার) পোশাক সরবরাহের দরপত্র জমা দিতে আসার পথে রবিবার বিকালে আসামিরা ঠিকাদার খলিলুর রহমানকে অপহরণ করেছে বলে মামলার এজহারে উল্লেখ করা হয়। তবে মামলা দায়েরের আগে রবিবার রাতে অপহৃত ঠিকাদারকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-ফেনী সদর উপজেলার জাহানপুর পাটোয়ারী বাড়ির খোরশেদ আলমের ছেলে শফিকুল ইসলম সম্রাট (২৪), একই গ্রামের মোয়াজ্জেম বাড়ির আবুল কাসেমের ছেলে সালাউদ্দিন (২০), শহরের পূর্ব উকিলপাড়ার শাহাদত হোসেনের ছেলে রাসেল হোসেন (২৭), মোহাম্মদ আলী জোয়ারকাছার গ্রামের সাহাবউদ্দিন মেম্বারবাড়ির কবির আহম্মদের ছেলে কামরুল হাসান সাব্বির (২৩) ।

পুলিশ ও মামলার বিবরণ সূত্রে জানা যায়, ঠিকাদার খলিলুর রহমান রবিবার ফেনী জেলা প্রশাসক কার্যালয় স্থানীয় সরকার শাখার স্মারক নম্বর নং-০৫ ২০ ৩০ ৪০ ৫০ ৬০ ৭০ ১১২০ ২৬৭, তারিখ ২-১২-২০২০ উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি ২৭ ডিসেম্বর দুপুরে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে দ্বিতীয় তলায় (দরপত্র দাখিল করার কক্ষ) ফেনীতে মাটি ও মানুষ নামীয় ঠিকাদার প্রতিষ্ঠানের পক্ষে ৫৪ লাখ টাকার দরপত্র দাখিল করতে যান।

এ সময় শফিকুল ইসলাম সম্রাট, সালাউদ্দিন, রাসেল হোসেন, কামরুল হাসান সাব্বির ও শর্শদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম ভূঁইয়ার সঙ্গে আরও ২-৩ জন কৌশলে জোরপূর্বক তাকে অপহরণ করে ফেনী জেলা প্রশাসক কার্যালয়ের আগে পাশের কিং ফাইভ স্টার কমিউনিটি সেন্টারের ভেতরে নিয়ে যায়।

এ সময় অপহরণকারী রফিকুল ইসলাম প্রকাশ সম্রাটের ব্যবহৃত ওয়ালটন প্রিমো মোবাইল ছিনিয়ে নিয়ে অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে এবং তার সঙ্গে থাকা দরপত্র দাখিল না করার বিষয়ে হুমকি প্রদান করে। একপর্যায়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে তার দরপত্র দাখিলের কাগজপত্রাদি নিয়ে চলে যায়।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম জানান, ঘটনার দিন চট্টগ্রামে মিটিং থাকায় ফেনীতে ছিলেন না। বিষয়টি তিনি শুনেছেন। টেন্ডার কমিটির সভা ডেকে দরপত্রটি বাতিল করা হবে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
ইরান হামলা বন্ধ করলেও ছায়াশক্তিরা সক্রিয়
ইরান হামলা বন্ধ করলেও ছায়াশক্তিরা সক্রিয়
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!