X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

দেড় যুগের ক্যারিয়ারে এই প্রথম গোলবিহীন জিমি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০২০, ১৯:৫১আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ১৯:৫৬

জাতীয় হকি দলের স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমি রাসেল মাহমুদ জিমি। জাতীয় হকি দলের পোস্টার বয়। জিমি মাঠে থাকা মানেই গোল হবে, দল গোল পাবে। দেশের হকিতে এখনও অপ্রতিদ্বন্দ্বী অভিজ্ঞ এই স্ট্রাইকার। কিন্তু এবার ব্যতিক্রম ঘটেছে তার বেলাতে। তার অধিনায়কত্বে নৌবাহিনী বিজয় দিবস হকির শিরোপা জিতেছে, কিন্তু জিমির স্টিক থেকে আসেনি কোনও গোল! দেড় যুগের ক্যারিয়ারে বিভিন্ন প্রতিযোগিতা ও লিগ খেলেছেন, তবে এই প্রথম ঘরোয়া কোনও প্রতিযোগিতায় গোলবিহীন থেকে শেষ করতে হয়েছে তাকে। অবশ্য এজন্য জিমির কোনও আক্ষেপ নেই।

আক্ষেপ থাকবেই বা কী করে? জিমি এখন গোল করার চেয়ে করানোর দিকে মনোযোগী বেশি। তার দলের আশরাফুল-মাহবুবরা গোল করে দলকে জয় এনে দিয়েছেন। আর তার নেপথ্যে জিমির ভূমিকা কম নয়।

বাংলা ট্রিবিউনকে জিমি বলেছেন, ‘আমি সবসময় গোল পেয়ে আসছি। তবে কখনও গোলের জন্য খেলিনি। দল যেন জিতে, ভালো করে, সেই দিকে মনোযোগী ছিলাম। আগে যেমন গোল করেছি, করিয়েছি, এবার কিন্তু আমি করানোর দিকেই বেশি জোর দিয়েছিলাম। বলতে পারেন প্লে-মেকার হিসেবে খেলেছি। আমার পারফরম্যান্সে সতীর্থরা বেশ খুশি। এতেই আমার ভালো লেগেছে। আমি গোল না পেলেও অন্যরা তো পেয়েছে। তবে হ্যাঁ, এই প্রথম ক্যারিয়ারে ঘরোয়া প্রতিযোগিতায় গোল পেলাম না।’

২০০১ সাল থেকে হকির সঙ্গে যুক্ত জিমি। বাবা বিখ্যাত খেলোয়াড় প্রয়াত আব্দুর রাজ্জাক সোনা মিয়া। তার ছেলে হিসেবে ক্ষয়িষ্ণু হকিতে দাপিয়ে বেড়াচ্ছেন। দুই বছর আগে হওয়া লিগে গোল পেয়েছিলেন ২৬টি। এর আগের বার ৩৭টি।

এবার গোল না পেলেও তিনি খুশি, ‘প্লে-মেকার হিসেবে খেলেছি। অন্যদের দিয়ে গোল করিয়েছি। নিজে গোল না পাওয়াতে কোনও দুঃখ নেই। দল ভালো করছে। জিতেছে। ট্রফি জিতেছি। এতেই খুশি। আশা করছি, সামনের দিকে আরও ভালো করতে পারবো।’

আগামী বছরের মার্চে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি। সেখানে ভালো করার দিকে দৃষ্টি তার, ‘সামনে জাতীয় দলের খেলা আছে। সেখানে ভালো করতে চাই। দেশের জন্য কিছু করতে পারলে ভালো লাগবে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হেলমেটের মান নির্ধারণ হবে কবে?
হেলমেটের মান নির্ধারণ হবে কবে?
ঝালকাঠিতে নিহত ১৪ জনের পরিবার পাচ্ছে ৫ লাখ টাকা করে
ঝালকাঠিতে নিহত ১৪ জনের পরিবার পাচ্ছে ৫ লাখ টাকা করে
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ‘আসমানে যাইও নারে বন্ধু’ গানের স্রষ্টা
সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ‘আসমানে যাইও নারে বন্ধু’ গানের স্রষ্টা
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি