X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

২০২১ আরও দিশাহীন করে তুলতে পারে

প্রশান্ত মৃধা
০১ জানুয়ারি ২০২১, ০০:০২আপডেট : ০১ জানুয়ারি ২০২১, ০০:১৩

২০২১ আরও দিশাহীন করে তুলতে পারে
মানুষ সবসময়েই কোনো না কোনো সংকটে বাস করে। ২০২০-এর গোড়ায় হঠাৎ একটি প্রাণঘাতী সংকট সামনে এসেছে বলে আগেকার সংকটগুলো ক্ষণিকের জন্যে পর্দার পেছনে চলে গেছে। এমনিতে, দুনিয়ার সিংহভাগ মানুষই স্রেফ দু-মুঠো খেয়ে বাঁচার জন্য উদয়াস্ত লড়াইয়ে ব্যস্ত। সে সংকট থেকে মানবসভ্যতার যে বয়স, তবু উত্তরণ ঘটেনি বা করা যায়নি। যত বড় কথাই বলা হোক, এখনো পর্যন্ত পৃথিবীর সকল মানুষের অন্ন, পানীয় জল, বাসস্থান, চিকিৎসা—এ বিষয়গুলোর ব্যবস্থা করা যায়নি। সেদিক থেকে দেখতে গেলে, অতিমারি বা মহামারি যাই বলি না কেন—২০২০ সালের প্রায় শুরু থেকে পৃথিবী যে বিপদে পড়েছে, এতে ওই সিংহভাগ মানুষের জীবনযাপনে তেমন কোনো হেরফের হয়নি। তারা প্রকৃত অর্থেই আগে যে অবস্থানের ভেতর ছিল, তার সঙ্গে আরেকটু চাপের মধ্যে পড়েছে। তাদের সামনে উপরের কারণগুলোর সঙ্গে একটি রোগ মৃত্যুর হাতছানি নিয়ে এসেছে।

যারা খেয়েপরে বাঁচে, সোজা কথায় ‘ভালোভাবে’ বাঁচে, আগামী দিনে অন্যকে আরও লুঠ করার প্রস্তুতি নেয়, উড়োজাহাজ ও জাহাজ, গাড়ি ও ঘোড়া দাবড়িয়ে শোষণের নতুন কিছু কৌশল রপ্ত করে আর সে কায়দাগুলো বিপুলভাবে প্রকাশ করে এবং আরেক দল পাশাপাশি পররাষ্ট্র-পরদেশ ও অন্যজাতিকে শোষণ-শাসন ও দখল করার কায়দা-কৌশলগুলোকে নতুন নতুন ভাবে হাজির। সেই মানুষজন ২ শতাংশ হবে না, আর যারা দখলের কৌশল আঁটেন, তারা আরও কম—শতাংশের হিসেবে প্রায় দেখাই যায় না। সেই মানুষগুলোই মূলত এই মহামারিতে সংকটে পড়েছে। যে প্রক্রিয়ার মধ্যদিয়ে এত দিন তারা চলছে—শাসন এবং শোষণের কাঠামোকে বহাল রেখেছে, ব্যবসায়িক মুনাফার নামে এক শ্রেণির মানুষকে ছিবড়ে করে ফেলার যে কায়দাকৌশল রপ্ত করেছে ও বহাল ছিল—তেলেজলে বেড়ে উঠে এমন এক জায়গায় গিয়ে পৌঁছেছে, মানুষ যে একটা প্রাণী সেটা বলারও সুযোগ নেই বললেই চলে। এই জন্য যে, কোনও প্রাণীর মতো কোনো আচরণই তাদের করতে হয় না। তাদের সব কাজই যন্ত্র করে দেয়। প্রাণের অস্তিত্বে সবচেয়ে বড় যে জিনিস খাদ্যগ্রহণ, সেটিও এখন তাদের নিজের মুখেও যেন না চিবালে চলে। শোষণের কৌশলটাও তারা চাবি দিয়ে ছেড়ে দিয়েছে যন্ত্রের হাতে। কোভিড-১৯ তাদের সেই ‘অগ্রযাত্রা’য় বেশ বাধা হয়ে দাঁড়িয়েছে। শ্রমজীবী মানুষ ঘরের বাহির না হলে যন্ত্রের নিচে খাটবে কে? না খাটলে মুনাফা আসবে কোত্থেকে? এখন এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজছেন সারা পৃথিবীর ডাক্তার-কবিরাজ-বদ্যি।

লক্ষ করছি, যে মানুষগুলো উদয়াস্ত পরিশ্রমের ভেতরে ছিল, তারা কোডিডের প্রকোপে তেমন সতর্কতা অবলম্বন করেনি বা করতে পারেনি। রোগের কারণে হাত-পা গুটিয়ে বসে থাকাটা তার পক্ষে কোনো সমাধান নয় বরং তাকে কোনো না কোনো কাজ করতে হবে। যাতে আগামী দিন সে খেয়েপরে বাঁচতে পারে। আবার যে মানুষ নিজের ভাগ্যের উন্নয়ন করার জন্য শহরে এসেছিল, এ রোগের কারণে তাকে আবার নিঃস্ব হয়ে গ্রামে ফিরে যেতে হয়েছে। এমন ঘটনা আমাদের দেশে ঘটেছে। যদিও আমাদের দেশে এ রোগের প্রাদুর্ভাব অন্যান্য দেশের তুলনায় কম। তবু একে নিয়ন্ত্রণ অথবা নির্মূল করতে না পারলে, টিকা আবিষ্কার করতে না পারলে মানুষ এই সংকট থেকে মুক্তি পাবে না। টিকা আবিষ্কৃত হয়েছে, এর প্রয়োগ নিয়ে বলছি। কারণ সেখানেও বিবিধ হিসাব। কার ভাগ্যে কতটা জুটবে তা এখনও স্থির হয়নি, হয়তো তা দরদামের বিষয়, সেখানেও মুনাফার প্রশ্ন।

আগামী ২০২১ খ্রিষ্টবর্ষে আশা করি এ থেকে মুক্তি পাব। নইলে এবারের দুই হাজার বিশের বিষের ধাক্কা আরও দিশাহীন করে তুলতে পারে। ‘একুশ’ শব্দটা বাংলাদেশের মানুষের জন্য উজ্জীবনের। প্রত্যাশা, সারা দুনিয়ার মানুষকে কোভিড ১৯-কে নিয়ে যে সংকট পড়েছে তা থেকে হাফ ছেড়ে বাঁচবে এ বছর। তবে, যে সংকটের কথা বলে এই কথার শুরু, সেখানে কোনও বদল না হলে, আগামী দিনের কাছেও সেভাবে প্রত্যাশার সুযোগ আর থাকল কোথায়?

সবাইকে খ্রিষ্টীয় নতুন বর্ষের শুভেচ্ছা।

শ্রুতিলিখন : অরবিন্দ চক্রবর্তী

/জেডএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!