X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

জসীম উদ্‌দীনের কাছে যাওয়া মানে নিজের সন্ধানে যাওয়া : বিজয় আহমেদ

সাক্ষাৎকার গ্রহণ : মিতা মজুমদার
০১ জানুয়ারি ২০২১, ১৩:০২আপডেট : ০১ জানুয়ারি ২০২১, ১৫:৪৪

আজ কবি জসীম উদ্‌দীনের জন্মদিন। তিনি ১ জানুয়ারি ১৯০৩ সালে জন্মগ্রহণ করেন। জসীম উদ্‌দীন আবহমান বাংলার সংস্কৃতির ঐতিহ্যে লালিত প্রথম আধুনিক কবি। তার ‘নকশী কাঁথার মাঠ’ ও ‘সোজন বাদিয়ার ঘাট’ বাংলা ভাষার গীতিময় কবিতার উৎকৃষ্ট নিদর্শন। মিতা মজুমদারের প্রশ্নে জসীম উদ্‌দীনের সাহিত্য পাঠ ও অন্যান্য প্রসঙ্গে কথা বলেছেন কবি বিজয় আহমেদ।

জসীম উদ্‌দীনের কাছে যাওয়া মানে নিজের সন্ধানে যাওয়া : বিজয় আহমেদ  
প্রশ্ন : জসীম উদ্‌দীনের লেখা কখন থেকে সিরিয়াসলি পড়তে শুরু করলেন? এর কারণ জানতে চাই।

বিজয় আহমেদ : জসীম উদ্‌দীনের লেখা খুব শৈশব থেকেই পড়া শুরু হয় যেকোনো বাংলাদেশি শিশুর। সে অর্থে তিনি অন্তর্গত রক্তেই ভেতরই মিশে আছেন। আর আমার ক্ষেত্রে যেটা হয়েছে, লেখালেখির অনেক বছর পেরিয়ে যাবার পর, নিজেকে অনুসন্ধান করতে গিয়ে জসীম উদ্‌দীনে আমার সমর্পন। তাও আমার বয়স ৩০ পার হবার পরে। তখন আমার বোধোদয় হল, এ আমি কী করছি? কবিতায় আমি নিজে কোথায়? আমার দেশ? পা রাখার জায়গা কোথায়? নিজের দেশ ছাড়া তো আন্তর্জাতিকতাও নাই। তখন সিরিয়াসলি জসীম উদ্‌দীনের কাছে যাওয়া। তার প্রেমে পড়া—মানে তার ভেতরে ডুবে যাওয়া। জসীম উদ্‌দীনের কাছে যাওয়া মানে নিজের সন্ধানে যাওয়া। নিজের দিকে যাত্রা করা।

 

প্রশ্ন : জসীম উদ্‌দীনকে কি শিক্ষিত লোককবি বলা যায়?

বিজয় আহমেদ : জসীম উদ্‌দীন শিক্ষিত মানুষ। অন্তত পড়ালেখায়। অন্তর্দৃষ্টিতে তিনি নিজের সমাজের, কওমের, দেশের কথা বলতে চেয়েছেন খুব সহজ সরল ভঙ্গিতে। গ্রামের জীবনে প্রবাহমান যে ঘটনা, ভাব, প্রেম, বৈচিত্র্য তাই ছিল তার ধ্যান। কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নের সময় জারিগান নিয়ে গবেষণা করেছেন৷ এতকিছুর পরেও, আমি আসলে তাকে লোককবি বলে অবহিত করতে চাই না। যদিও যে অর্থে আপনি লোককবি টার্মটা ব্যবহার করেছেন, সে অর্থেও এটা ব্যাপক। লোককবি, লোকগান, লোককবিতা—এসবই তো আমাদের দেশের মূলধারা। সে অর্থে তাকে লোককবি বললে, তার ক্ষতি-বৃদ্ধি খুব একটা ঘটবে না। তবে হ্যাঁ, লোককবি বলে তাকে প্রান্তিক করে তোলার পক্ষে আমি না। আমি তাকে বাংলা কবিতার মূলধারার আধুনিক কবি হিসেবেই ভাবতে চাই।

 

প্রশ্ন : ত্রিশের আধুনিকতাবাদী দৃষ্টিতে জসীম উদ্‌দীনকে কীভাবে মূল্যায়ন করবেন? বা তাকে আপনি কীভাবে মূল্যায়ন করেন?

বিজয় আহমেদ : জসীম উদ্‌দীনকে আমি ত্রিশের ফ্রেমেই রাখতেই রাজি নই। ত্রিশের চোখে নয় বরং আমি তাকে হাজার বছরের বাংলা কবিতার ধারার মধ্য দিয়ে দেখি। নইলে তাকে খণ্ডিতভাবে দেখা হবে। আমাদের লোককবিতা বা লোকগানের যে ধারা, আমার মতে, যা হওয়া উচিত ছিলো মূলধারা—সেই জায়গায় দাঁড়ালে কবির উচ্চতা হয়তো বা বোঝা যাবে কিছুটা। আমি মনে করি, জসীম উদ্‌দীন বাংলা কবিতার ইতিহাসে সবচে বড় ঘটনাগুলোর একটি। জসীম উদ্‌দীন এক চূড়ান্ত মায়েস্ত্রো আমাদের—ম্যাসমেরাইজিং ঘটনা আমাদের বাংলা সাহিত্যের। জাতীয় জীবন, দেশ, প্রকৃতি ও মানুষের রূপকার কবি জসীম উদ্‌দীন। তার কবিতায় বাংলাদেশের আদিম হৃদয় নেচে উঠে।

 

প্রশ্ন : সমকালীন নাগরিক কবিরা কি জসীম উদ্‌দীন পড়েন?

বিজয় আহমেদ : আসলে নাগরিক, গ্রামীণ কবি বলতে কিছু নেই। কেউ হয়ত শহরে থাকেন, কেউ জেলায়, কেউ বা মফস্বলে। কোনো কবি যদি নিজেকে বাংলা কবিতার উত্তারাধিকার ভাবেন, তাহলে তাকে জসীম উদ্‌দীন পড়তে হবে। অবশ্যই যারা কবিতা নিয়ে সিরিয়াস তারা পড়েন। পড়তে বাধ্যও হন। না পড়লে তার গ্রন্থের এতগুলো সংস্করণও নিশ্চয়ই পাওয়া যেত না।


প্রশ্ন : আপনার লেখার ধরন পাল্টে যাওয়ার পেছনে কি জসীম উদ্‌দীনের প্রভাব আছে? থাকলে সেটা কেমন?

বিজয় আহমেদ : আমার পাল্টে যাওয়া কবিতার পেছনে কবি জসীম উদ্‌দীন নেই। তবে বাঁক বদলের পরে, আমি তাকিয়েছি গভীর মনোযোগে কবি জসীম উদ্‌দীনের দিকে, সাহস ও অনুপ্রেরণার জন্য। তার বেদম মাস্তানির জায়গাগুলো বুঝে নেওয়ার জন্য। তার কাজের স্পেসটা আরও অসীম কোনো জায়গা থেকে ভাবার জন্য।

 

/জেডএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত
রাশিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত
মিয়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষীদের নিতে জাহাজ আসবে এ সপ্তাহেই
মিয়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষীদের নিতে জাহাজ আসবে এ সপ্তাহেই
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
পাকিস্তানে জাপানি নাগরিকদের লক্ষ্য করে জঙ্গি হামলা
পাকিস্তানে জাপানি নাগরিকদের লক্ষ্য করে জঙ্গি হামলা
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন