X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

মহিমাগঞ্জ চিনিকলের এমডি অবরুদ্ধ

গাইবান্ধা প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২১, ১৪:৫৯আপডেট : ০২ জানুয়ারি ২০২১, ১৪:৫৯

রংপুর চিনিকলের গাইবান্ধার মহিমাগঞ্জ মিলের ৯২ জন শ্রমিক-কর্মচারীকে ছাঁটাইয়ের প্রতিবাদে মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. নুরুল কবীরকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন বিক্ষুদ্ধ শ্রমিকরা। শনিবার (২ জানুয়ারি) সকাল ১০টা থেকে দেড় ঘণ্টাব্যাপী এমডির কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে শ্রমিক-কর্মচারীরা এই বিক্ষোভ করেন। শ্রমিক-কর্মচারী কল্যাণ সমিতি আয়োজিত বিক্ষোভে ছাঁটাই হওয়ারা ছাড়াও অন্যান্য শ্রমিক-কর্মচারীরা অংশ নেন।

শ্রমিকদের অভিযোগ, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের প্রজ্ঞাপনকে পাশ কাটিয়ে কোনোপ্রকার নিয়ম-নীতির তোয়াক্কা না করে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ মিরের শ্রমিক-কর্মচারীদের ছাঁটাই করা হচ্ছে। সম্প্রতি আখ মাড়াই স্থগিত রাখার সিদ্ধান্তে শ্রমিক-কর্মচারীদের অসন্তোষের মুখে গত বৃহস্পতিবার হঠাৎ করে চিনিকলের কারখানা বিভাগের ৯২ জন শ্রমিক-কর্মচারীকে মৌখিকভাবে চাকরিচ্যুতির কথা জানান এমডি নূরুল কবির। পহেলা জানুয়ারি থেকে তাদের আর কাজে যোগ দিতে হবে না বলে জানানো হয়।

এমডি মো. নুরুল কবীর তারা আরও জানান, গত ২০ ডিসেম্বর করপোরেশনের প্রধান কার্যালয় থেকে বিভিন্ন গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে মাড়াই বন্ধঘোষিত চিনিকগুলোর কোনও শ্রমিক-কর্মচারীকে চাকরিচ্যুত করা হবে না বলা হলেও এক সপ্তাহের ব্যবধানে বছরের শেষ দিনে চিনিকল কর্তৃপক্ষের মৌখিক এ নির্দেশনায় ক্ষোভ-হতাশায় ভুগছেন কর্মচারীরা।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

এদিকে শ্রমিক-কর্মচারী ছাঁটাইয়ের ঘটনায় মিলের এমডি নুরুল কবীর জানান, শর্ত অনুযায়ী মিলের শ্রমিকদের সাময়িক ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি মিল চালু হয় তাহলে শ্রমিকরা আবারও কাজ করার সুযোগ পাবেন।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি