ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার আবাসিক কলোনি থেকে বোরহান উদ্দিন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ জানুয়ারি) রাতে উপজেলার চরচারতলা এলাকার ওই আবাসিক কলোনির এফ-১/এইচ চারতলা ব্যাচেলর বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বোরহান উদ্দিন কারখানার প্রশাসন (এস্টেট) শাখার এল এম এস এস পদে কর্মরত ছিলেন।
নিহতের প্রতিবেশী রেজাউল করিম জানান, বুধবার এক বন্ধুর সঙ্গে দুপুরের খাবার খান বোরহান উদ্দিন। সেদিন বিকালেও তারা একসঙ্গে ছিলেন। রাতেও বাসায় কথাবার্তার আওয়াজ শোনা গিয়েছিল। কিন্তু সকালে বোরহানের রুমে বাহির থেকে তালা লাগোনো ছিল।
এদিকে বোরহানের স্ত্রী চাঁদপুর থেকে বোরহানের মোবাইলে কল করে না পেয়ে তার সহকর্মীদের কাছে কল করতে থাকেন। পরে কলোনিতে থাকা বোরহানের কয়েকজন সহকর্মী তার বাসায় আসেন এবং জানালা দিয়ে ভেতরে উকি দেন। পরে খাটের কিনারায় একজনের মরদেহ পড়ে আছে দেখে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে রক্তাক্ত মরদেহটি উদ্ধার করেন। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। নিহতের মুখসহ শরীর ফোলা ছিল।
খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. রইছ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে এটিকে একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, এই ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তার স্ত্রী বাদী হয়ে মামলার প্রস্ততি নিচ্ছেন।