X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

প্রথমবারের মতো শ্রমিক ইউনিয়ন গড়লেন গুগলের কর্মীরা

বিদেশ ডেস্ক
০৫ জানুয়ারি ২০২১, ১৮:১৬আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ১১:৫৪
image

টেক জায়ান্ট গুগলের প্যারেন্ট প্রতিষ্ঠান অ্যালফাবেট এর দুইশ’রও বেশি কর্মী শ্রমিক ইউনিয়ন গড়ে তোলার পদক্ষেপ নিয়েছেন। মার্কিন কোনও বিশালাকার প্রযুক্তি প্রতিষ্ঠানে এই ধরনের পদক্ষেপ বিরল। কর্মীরা বলছেন বৈষম্যমূলক কাজের পরিবেশ এবং অনলাইনে ঘৃণাবাদী বক্তব্যের মতো ইস্যুতে আরও জোরালোভাবে কথা বলার সুযোগ দেবে এই ইউনিয়ন। আর গুগল বলছে, সব কর্মীর সঙ্গে সরাসরি যুক্ত থাকা অব্যাহত রাখবে তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বিগত কয়েক বছর ধরেই বিভিন্ন ইস্যুতে কর্মবিরতিসহ নানা পদক্ষেপ নিয়েছে কর্মীরা। কয়েক সপ্তাহ আগে গুগল কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নৈতিকতা বিষয়ক এক কৃষ্ণাঙ্গ গবেষককে ছাঁটাই করে। তা নিয়ে কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। এর কিছু দিনের মধ্যে অ্যালফাবেট ওয়ার্কাস ইউনিয়ন গঠনের ঘোষণা দেওয়া হয়েছে।

শ্রমিক ইউনিয়নের প্রোগ্রাম ম্যানেজার নিকি আনসেলমো এক বিবৃতিতে বলেছেন, গত কয়েক বছরে গুগল কর্মীদের সাহসী আয়োজনের ধারাবাহিকতায় ইউনিয়নটি প্রতিষ্ঠা করা হয়েছে। কর্মীদের সম্মান নিশ্চিত করার মতো টেকসই কাঠামো তৈরি করতে নতুন ইউনিয়ন প্রতিষ্ঠা করা হয়েছে বলেও জানান তিনি।

গুগলের পিউপিল অপারেশনস এর পরিচালক কারা সিলভারস্টেইন বলেন, ‘কর্মীদের জন্য পুরস্কারমূলক এবং সহায়তামূলক কর্মপরিবেশ নিশ্চিত করতে আমরা সবসময়ই কঠোর পরিশ্রম করেছি।’ শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় ইউনিয়ন গঠনকে স্বাগত জানালেও তিনি বলেন, গুগল বরাবরের মতো কর্মীদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকা অব্যাহত রাখবে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই প্রধান বিচারপতির সাক্ষাৎ
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!