X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে অব্যাহতি

নেত্রকোনা প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২১, ২০:০১আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ২০:০১

নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী নাসির উদ্দিনকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত রবিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. রফিকউল্লাহ খান স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এই অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতি পত্রে উল্লেখ করা হয় ‘বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আপনাকে অব্যাহতি দেওয়া হলো’। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) রফিকুল্লাহ খান বুধবার (৬ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন।

কাজী নাসির উদ্দিন এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু গবেষণা ইনস্টিটিউটের উপপরিচালক ছিলেন। অব্যাহতি পত্রটি গ্রহণ করে তিনি গত সোমবার পূর্বের কর্মস্থলে যোগদান করেছেন।

কাজী নাসির উদ্দিন জানান, গত রবিবার অব্যাহতিপত্র হাতে পাই। সোমবার আমি পূর্বের কর্মস্থলে যোগদান করেছি। হঠাৎ করে কেন অব্যাহতি— এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না। এটি বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত। তবে আমাকে এভাবে অব্যাহতি দেওয়া উচিত হয়নি। বিশ্ববিদ্যালয়ের আইনে এটা নেই। বেশ কিছু প্রসেস মেনে অব্যাহতি দিতে হয়।’ অপর প্রশ্নে তিনি বলেন, ‘এ নিয়ে আমি কোন পদক্ষেপ নিতে যাব না। সরকারি সিদ্ধান্তের বাইরে আমি যেতে পারি না।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) রফিকুল্লাহ খান বলেন, ‘তার (রেজিস্টার) আচরণগতসহ বেশ কিছু সমস্যা রয়েছে। অনেক দিন থেকেই নেত্রকোনাবাসী উনার প্রতি বিরক্ত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, সিন্ডিকেট, ইউজিসি, পরিকল্পনা মন্ত্রণালয়সহ আরও অনেকেই তার নানা আচরণে বিরক্ত।’

 

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা