X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

পাঠাও-এ বিনিয়োগ করে ক্ষতির মুখে গো-জেক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২১, ২০:০৫আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ২০:০৫

বাংলাদেশি রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাও-এ সম্ভাবনা দেখে ১৭ মিলিয়ন ডলার (১৪৪ কোটি টাকা প্রায়) বিনিয়োগ করে গো-জেক সিঙ্গাপুর। এটি ইন্দোনেশিয়াভিত্তিক গো-জেক এর সিঙ্গাপুর শাখা। কিন্তু শেষ পর্যন্ত নিরাশ হতে হলো তাদের। বিনিয়োগ করা অর্থকে গো-জেক সিঙ্গাপুর ‘রাইট অফ’ ঘোষণা করেছে। অর্থাৎ এই ঋণকে আর প্রতিষ্ঠানটি নিজেদের সম্পদ হিসেবে দেখছে না, অনাদায়ী ঋণ বা ক্ষতি হিসেবেই দেখছে।

সিঙ্গাপুরভিত্তিক প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেক ইন এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সাল থেকে বাংলাদেশের রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাও-এর অংশীদার গো-জেক সিঙ্গাপুর। তারা পাঠাও-কে ঋণ দিয়ে আসছিল। কিন্তু গত বছর পাঠাও-কে দেওয়া এক কোটি ৭০ লাখ ডলারের (বাংলাদেশি টাকায় ১৪৪ কোটি টাকা প্রায়) ঋণকে লোকসান হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে এই অর্থকে লোকসান হিসেবে তালিকাভুক্ত করেছে তারা।

টেক ইন এশিয়াকে পাঠাও-এর বিনিয়োগকারী রাহাত আহমেদ বলেছেন, ‘‘গো-জেক পাঠাওয়ে ১৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। একটি নির্দিষ্ট সময়ের পরে গো-জেক এর ‘টেকনিক্যাল লোন’টা ইকুইটিতে কনভার্ট হয়ে যায়।’’

প্রসঙ্গত, গো-জেক হলো ইন্দোনেশিয়াভিত্তিক রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি ও পেমেন্ট প্রতিষ্ঠান। বিভিন্ন দেশে প্রতিষ্ঠানটির অফিস রয়েছে। গো-জেক বিভিন্ন দেশে সম্ভাবনায় স্টার্টআপ বা উদীয়মান প্রতিষ্ঠানে বিনিয়োগ করে থাকে।

এ সম্পর্কে পাঠাও-এর সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট এবং সিএফও ফাহিম আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আন্তর্জাতিক একটি সংবাদমাধ্যমে পাঠাও-কে নিয়ে সংবাদ প্রকাশ করতে দেখেছি। ২০১৯ সালের গো-জেক এর বিভিন্ন আর্থিক হিসাব নিয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। ওই প্রতিবেদনে ২০১৯ সালের মে মাসে (দেড় বছর আগের) পাঠাও-এ গো-জেক এর বিনিয়োগ সম্পর্কিত হিসাবের একটি তথ্য প্রদান করা হয়েছে, যা কিনা শুধু একটি অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট। এখনও পাঠাওয়ের অন্যতম বড় অংশীদার গো-জেক।’

তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত বাংলাদেশের উদীয়মান টেক ইকোসিস্টেমে সবচেয়ে বড় অঙ্কের সরাসরি বৈদেশিক বিনিয়োগ আনতে সক্ষম হয়েছে পাঠাও। ২০২১ সালে দারুণ কিছু সেবা নিয়ে আসতে কাজ করছি আমরা। এসব কার্যক্রম বৈশ্বিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পেরেছে।’

/এইচএএইচ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে রাস্তায় পানি ছিটানোর সুপারিশ সংসদীয় কমিটির
গরমে রাস্তায় পানি ছিটানোর সুপারিশ সংসদীয় কমিটির
মাটি কাটার সময় বেরিয়ে এলো রাইফেল, গ্রেনেড ও মর্টারশেল
মাটি কাটার সময় বেরিয়ে এলো রাইফেল, গ্রেনেড ও মর্টারশেল
২৩ মিনিটে জামালকে তিন গোল দিয়ে সেমিফাইনালে পুলিশ
২৩ মিনিটে জামালকে তিন গোল দিয়ে সেমিফাইনালে পুলিশ
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ