X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় মেয়াদে জাতিসংঘ মহাসচিব থাকতে চান গুতেরেস

বিদেশ ডেস্ক
১১ জানুয়ারি ২০২১, ১৯:৩১আপডেট : ১২ জানুয়ারি ২০২১, ১২:৫০
image

টানা দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিব পদে থাকার আগ্রহ প্রকাশ করেছেন অ্যান্টোনিও গুতেরেস। রবিবার নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যকে এই আগ্রহের কথা জানিয়েছেন তিনি। এই বিষয়ে অবগত দুই কূটনীতিক জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্টকে শিগগিরই নিজের আগ্রহের কথা জানিয়ে দেবেন ৭১ বছর বয়সী গুতেরেস। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্তোনিও গুতেরেস ২০১৭ সালের জানুয়ারিতে পাঁচ বছরের জন্য জাতিসংঘের নবম মহাসচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। এই বছরের বছরের শেষে তার মেয়াদ শেষ হবে। প্রকাশ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করা গুতেরেস দ্বিতীয় মেয়াদে দায়িত্বে থাকবেন কিনা সেই সিদ্ধান্ত নিতে গত নভেম্বরের মার্কিন নির্বাচনের ফলাফলের অপেক্ষায় ছিলেন। ওই নির্বাচনে জো বাইডেন বিজয়ী হওয়ায় সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছেন বলে মনে করছেন কূটনীতিকরা। তবে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেননি গুতেরেসের মুখপাত্র।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছেড়ে যাওয়া, ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিলের চেষ্টাসহ নানা ইস্যুতে জাতিসংঘ এবং এর সংস্থাগুলোর সঙ্গে বিরোধে জড়িয়েছেন ট্রাম্প। তবে নতুন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ডব্লিউএইচও-তে ফিরে যাওয়া, ইরান চুক্তি পুনর্বহাল এবং প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

জাতিসংঘ মহাসচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই জলবায়ু পরিবর্তন মোকাবিলার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আসছেন অ্যান্তোনিও গুতেরেস। কার্বন নিঃসরণ কমাতে দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করে আসছেন তিনি। নতুন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও জলবায়ু পরিবর্তনকে শীর্ষ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

/জেজে/বিএ/
সম্পর্কিত
পাচারের টাকা ফেরাতে বিদেশি রাষ্ট্র-আন্তর্জাতিক সংস্থাকে চিঠি  
সুদানে সংঘাত শুরু হওয়ার পর ৮ লাখেরও বেশি মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত: আইওএম
বিশ্ব অর্থনীতি নিয়ে হতাশার কথা জানালো আইএমএফ
সর্বশেষ খবর
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা