X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

খাগড়াছড়ি পৌর নির্বাচন: বৃহস্পতিবার ইভিএমে মক ভোট

খাগড়াছড়ি প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২১, ১৩:৪৭আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ১৩:৪৭

আগামী ১৬ জানুয়ারি খাগড়াছড়ি পৌরসভা নির্বাচন। এবার ভোট নেওয়া হবে ইভিএমে। নির্বাচনে ইভিএম ব্যবহার সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হচ্ছে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং এজেন্টদের।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১৬ জানুয়ারির নির্বাচন সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সর্বোচ্চ চেষ্টা চলছে। খাগড়াছড়ি পৌর নির্বাচন হবে ১৮টি কেন্দ্রে এবং মোট বুথ থাকবে ১০৯টি। নির্বাচনের জন্য ইতোমধ্যে নির্বাচন কমিশন ১৮জন প্রিজাইডিং অফিসার, ১০৯ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ২১৮ জন পোলিং এজেন্ট নিয়োগ দিয়েছেন এবং তাদেরকে মঙ্গল ও বুধবার হাতে-কলমে ইভিএম ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সব কেন্দ্রে ইভিএমের মাধ্যমে মক ভোটিং অনুষ্ঠিত হবে। সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত এই মক ভোটিংয়ে সাধারণ ভোটাররা অংশ নেবেন। এছাড়া ইভিএম পদ্ধতি সম্পর্কে ভোটারদেরকে সচেতন করতে তারা প্রায় প্রতিটি ওয়ার্ডে সচেতনতামূলক কাজ করে যাচ্ছে।

তবে ৩৭ হাজার ভোটারকে কাগজে কলমে শিক্ষা দেওয়া সহজ কাজ নয় এবং সবাইকে একসঙ্গে পাওয়াও সম্ভব নয়। তারপরেও এখন পর্যন্ত ৯ ওয়ার্ডে তারা ইভিএম ব্যবহার করার বিষয়ে সচেতনতা সৃষ্টির কাজ করে যাচ্ছেন।

আওয়ামী লীগ প্রার্থী নির্মলেন্দু চৌধুরী, বিএনপির প্রার্থী ইব্রাহিম খলিল এবং স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলম জানান, ইভিএম প্রথমবারের মতো খাগড়াছড়ি পৌরসভার নির্বাচনে ব্যবহার হবে। প্রার্থীরা শেষ পর্যন্ত ভোটার এবং নির্বাচন সংশ্লিষ্টদের ইভিএম ব্যবহার সম্পর্কে জানানোর অনুরোধ জানান।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার রাজু আহমেদ বলেন, প্রতিটি ওয়ার্ডে ইভিএমের ব্যবহার সম্পর্কে প্রচার-প্রচারণার পাশাপাশি স্থানীয় ক্যাবলে চলছে প্রচারণা। নির্বাচন সংশ্লিষ্ট প্রায় সাড়ে তিনশ’ কর্মকর্তাকে আমরা হাতে কলমে ইভিএম ব্যবহার সম্পর্কে ধারণা দিচ্ছি। নির্বাচন সংশ্লিষ্টদের দিয়ে আগামীকাল ১৪ জানুয়ারি প্রতিটি ভোটকেন্দ্রে মক ভোটিং হবে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ জানান, নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে প্রায় দুইশতাধিক পুলিশ, আনসার-ভিডিপি তিন স্তরে কাজ করবে। এছাড়া দুই প্লাটুন বিজিবি, এক প্লাটুন র‌্যাব কাজ করবে। নির্বাচন সুন্দর ও সুষ্ঠু হবে বলে আশা করেন পুলিশের এই কর্মকর্তা।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ