রাজধানীর শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজের নার্সিং হোস্টেলের বাথরুম থেকে ঝুলন্ত অবস্থায় লাইজু আক্তার (২৭) নামের এক নার্সের মৃতদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। শনিবার রাতে ওই নার্সের মরদেহ উদ্ধার করা হয়। রবিবার (১৭ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম।
তিনি জানান, শনিবার (১৬ জানুয়ারি) রাতে শেখ মুজিব মেডিক্যাল কলেজের নার্সিং হোস্টেলের ৫১৬ নম্বর রুমের বাথরুমে লোহার এঙ্গেলের সঙ্গে গলায় ওড়না পেঁচানো মরদেহটি ঝুলন্ত অবস্থায় ছিল। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে আসা হয়।
জহুরুল ইসলাম আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই নার্স গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।
নিহতের চাচা জুলহাস উদ্দিন অভিযোগ করেন, পিজি হাসপাতালের চতুর্থ শ্রেণির এক কর্মচারী তাকে বেশ কিছুদিন ধরে প্রেমের প্রলোভন দেখিয়ে মানসিকভাবে টর্চার করে আসছিল। এই নিয়ে তার স্বামীর সঙ্গে কথা কাটাকাটি হয়।
ওই নার্সের টাঙ্গাইল জেলার মধুপুরে। তার বাবার নাস মৃত আবদুল লতিফ। স্বামীর নাম সুজন। তাদের আড়াই বছরের এক ছেলে সন্তান আছে।