X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

গৃহবধূকে ভয়াবহ নির্যাতনের অভিযোগ চাচার বিরুদ্ধে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২১, ১৭:০৩আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ১৭:০৩

ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই সন্তানের মা এক গৃহবধূকে ভয়াবহ নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে চাচার বিরুদ্ধে। গৃহবধূর মাথায় গুরুতর আঘাত এবং শরীরের বিভিন্ন স্থানে ব্লেডের অসংখ্য পোচ দেওয়া হয়েছে। রবিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের শিলাউর গ্রামে এ ঘটনা ঘটে।

ওই গৃহবধূ জানান, তিনি শহরের মৌড়াইল এলাকার ভাড়াবাসায় থাকেন। সম্প্রতি তিনি বাবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের শিলাউর গ্রামে  বেড়াতে যান। সেখানে তার শিশুসন্তানের সঙ্গে রবিবার দুপুরে সৌদি প্রবাসী চাচা হুমায়ুন মিয়ার শিশুসন্তানের ঝগড়া হয়। পরে এ নিয়ে চাচা তাকে অকথ্য ভাষায় গালমন্দ করেন। সন্ধ্যার দিকে তিনি ব্রাহ্মণবাড়িয়ায় জেলা সদরের দিকে আসার পথে চাচা হুমায়ুন মিয়া কয়েকজন মুখোশপরা সন্ত্রাসী নিয়ে তার পথ রোধ করে। তাকে নাক-মুখ কাপড় দিয়ে চেপে ধরে। একপর্যায়ে মাথায় গুরুতর আঘাতসহ হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে ব্লেড দিয়ে ক্ষত-বিক্ষত করে হত্যার চেষ্টা করে হুমায়ুন। গুরুতর আহত অবস্থায় তিনি চিৎকার শুরু করলে মা রওশন আরা ও স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসেন। তিনি এখন হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। গৃহবধূ তার ওপর হামলাকারী চাচার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

গৃহবধূর মা জানান, তার মেয়েকে অমানুষিকভাবে নির্যাতন করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের চিকিৎসক ডা. শওকত হোসেন জানান, গৃহবধূকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা স্থীতিশীল। আপাতত তার শারীরিক অবস্থা শঙ্কামুক্ত।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, ঘটনা সম্পর্কে অবগত আছি। অভিযোগ পেলে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আহত গৃহবধূর স্বামী রাসেল ও বাবা আয়ুব মিয়া রাজমিস্ত্রির কাজ করেন। নির্যাতনের ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন তারা।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা