চুয়াডাঙ্গায় অবৈধ আলমসাধু (শ্যালো ইঞ্জিনচালিত বাহন) এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন। সোমবার (১৮ জানুয়ারি) সন্ধ্যার পর চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান এ তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলেন– আবদুল্লাহ আল মাসুম (৩২) ও তার স্ত্রী লিভা খাতুন (২৫)। তারা জেলা শহরের শান্তিপাড়ার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, জেলা শহরের শান্তিপাড়ার বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মেহেরপুর জেলার পিরোজপুরে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন আবদুল্লাহ আল মাসুম ও তার স্ত্রী লিভা খাতুন। পথিমধ্যে চুয়াডাঙ্গার হাতিকাটা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি অবৈধ আলমসাধুর সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা স্বামী-স্ত্রী দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আবদুল্লাহ আল মাসুমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় লিভা খাতুনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আলমডাঙ্গা উপজেলা শহরের কাছে পৌঁছলে তার মৃত্যু হয়।
এ ঘটনায় আরও তিন জন আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।