সাতক্ষীরায় ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মেজবাহ উদ্দিন (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার (১৮ জানুয়ারি) বিকালে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের দক্ষিণ আলিপুর ঈদগাহ সংলগ্ন এলাকায় এ দুর্টঘনা ঘটে।
নিহত মেজবাহ উদ্দিন সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া কদবেলতলা এলাকার আনিসুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভাঙা রাস্তা অতিক্রম করতে গিয়ে সাতক্ষীরা হতে আসা ইজিবাইকের সঙ্গে বিপরীত দিক হতে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক মেজবাহ উদ্দিন গুরুতর আহত হন। তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ দুর্ঘটনায় আরও দুজন আহত হয়। তাদেরকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।