জামালপুরের বকশীগঞ্জে ট্রাক্টরের চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার দুপুর ১২ টার দিকে ধানুয়া কামালপুর ইউনিয়নের উত্তর কামালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সাদিকুল ইসলাম (৮)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ধানুয়া কামালপুর ইউনিয়নের উত্তর কামালপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে স্থানীয় সেইফ একাডেমির দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সাদিকুল ইসলাম তার প্রতিবেশী সম্পর্কে চাচা জিকরুল ইসলামের সঙ্গে ট্রাক্টর দিয়ে জমি চাষ করতে যায়। সেখানে জিকরুল ট্রাক্টর দিয়ে জমি চাষ শুরু করলে তার ভাতিজা সাদিকুলও ট্রাক্টরে উঠে পড়ে। এরপর জমি চাষ করার এক
পর্যায়ে অসাবধানতাবশত চলন্ত ট্রাক্টর থেকে ছিটকে নিচে পড়ে যায় সাদিকুল। ট্রাক্টরের চাকা তার ওপর দিয়ে গেলে ঘটনাস্থলেই সে মারা যায়।
বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।