রাজধানীর আদাবরে সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ কনস্টেবল মো. শহীদুল ইসলাম (২৭) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আদাবর থানার উপপরিদর্শক এসআই শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান,সোমবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে আটটায় আদাবর থানা এলাকার মিরপুর রোডে সড়ক ও জনপদ অফিসের সামনে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত কোনও যানবাহনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল নিয়ে যাওয়া হয়।সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাতে তিনি মারা যান।
শফিকুল ইসলাম বলেন, ‘শহীদুলের গ্রামের বাড়ি দিনাজপুর থেকে সোমবার সকালে তার চাচা ঢাকায় আসেন। তাকে রিসিভ করার জন্য কল্যাণপুরে গিয়েছিলেন তিনি। পরে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনার শিকার হন।’
নিহতের চাচা ময়েজ উদ্দিন জানান,সোমবার দিনাজপুর থেকে আমি ও আমার এক ভাই ঢাকায় আসি। আমাদের রিসিভ করার জন্য শহীদুল কল্যাণপুরে গিয়েছিল।পরে সেখানে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনার শিকার হয় সে।
কনস্টেবল শহীদুল দিনাজপুর কোতোয়ালি থানা এলাকার কিসমত ভূঁইয়াপাড়ার কাশেম আলীর ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। স্নেহা নামের দেড় বছরের একটি মেয়ে রয়েছে তার। তিনি রাজারবাগ পুলিশ লাইনের চার নম্বর কোম্পানির ওয়েল ফেয়ার অ্যান্ড ফোর্স শাখায় কর্মরত ছিলেন।/এআরআর/এআইবি/