রাজধানীর কামরাঙ্গীরচর বেড়িবাঁধে পিকআপের ধাক্কার এক পথচারীর মৃত্যু হয়েছে। তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তার বয়স আনুমানিক (৬৫) বছর। বুধবার (২০ জানুয়ারি) সকালের দিকে ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ঘাতক পিকআপ চালক রাকিবকে আটক করা হয়েছে।
আটক চালক রাকিব জানিয়েছেন, তিনি পিকআপ চালিয়ে যাওয়ার পথে কামরাঙ্গীরচরে সেকশন বেড়িবাঁধের রাস্তায় সিটি করপোরেশনের একটি গাড়ি জোরে আসছিল। সেটা দেখে সে থেমে যায়। এ সময় ওই ব্যক্তি রাস্তা পার হতে গিয়ে গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাত পায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।