রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় ডাকাতির পর হত্যার ঘটনায় গ্রেফতার চার আসামিকে ৩ দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২০ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত রিমান্ডের আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানা যায়, এদিন মামলার তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে প্রত্যেকের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে নেওয়া আসামিরা হলেন, সজল, মুসা, বাচ্চু ও সজীব।
আরও পড়ুন: টাকা ছিনিয়ে নিয়ে পিকআপ থেকে ব্যবসায়ীদের ফেলে দিতো ওরা
পু্লিশ জানায়, গত ২৮ ডিসেম্বর সকালে আপন মিয়া ও তার সঙ্গী নজরুল ইসলাম দক্ষিণখানের বাসা থেকে বের হয়ে বিমানবন্দর থানার কাওলায় গাড়ির জন্য অপেক্ষা করেন তারা দুজন । কারওয়ান বাজারগামী একটি পিকআপ ভ্যান এসে দাঁড়ালে উঠে পড়েন তারা। গাড়িতে ওঠা মাত্রই যাত্রীবেশে থাকা ডাকাতরা তাদের ছুরিকাঘাত করে নগদ টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নিয়ে ধাক্কা মেরে পিকআপ থেকে ফেলে দেয় দুজনকে। ঘণ্টাখানেক পর আপন মিয়ার মৃত্যু হয়।
এ ঘটনায় আপন মিয়ার পরিবারের সদস্যরা বিমানবন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।