পুরান ঢাকার গেন্ডারিয়ার সাধনা ঔষধালয় সংলগ্ন একটি নির্মাণাধীন ৯ তলা ভবনের চার তালা থেকে পড়ে জয়দুল বারী (৪০) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (২০ জানুয়ারি) সন্ধ্যার দিকে দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে সহকর্মীরা রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সহকর্মী আকাশ জানান, নিহত ওই শ্রমিক নির্মাণাধীন ভবনের চার তলায় আস্তরের কাজ করার সময় নিচে পড়ে যায়। পরে মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মৃত জয়দুল শরীয়তপুর জেলার সখিপুর উপজেলায়, তার পিতার নাম মৃত শহীদ বারী। তিনি উত্তর জুরাইন মীরহাজিরবাগ পাইপ রাস্তায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।