X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বাবা হারালেন অভিনেতা-উপস্থাপক জয়

বিনোদন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২১, ১১:২৬আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ১৬:২৮

অভিনেতা, নির্মাতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের বাবা মো. নাজিম উদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)।

আজ (২১ জানুয়ারি) সকাল ৬টা ৩০ মিনিটে রাজধানীর শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তথ্যটি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন শাহরিয়ার নাজিম জয় নিজেই।

তিনি বলেন, ‌‘বাবাকে হারালাম। সকাল ৬টা ৩০ মিনিটে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন।’

জানান, তার বাবা বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) প্রধান প্রকৌশলী এবং পরিচালক পর্ষদের সদস্য ছিলেন।

নাজিম উদ্দিন আহমেদ বেশ কিছু দিন ধরে এই হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। করোনা পজিটিভ হয়েই তিনি সেখানে ভর্তি হন। 

নির্মাতা-উপস্থাপক আনজাম মাসুদ বলেন, ‘নাজিম আঙ্কেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বটে, তবে সেটি নেগেটিভও হন। পরে তার শরীরে অন্য জটিলতা দেখা দেয়। দুটো কিডনিতেই ছিল সমস্যা। অবশেষে চলেই গেলেন, মুক্তি পেলেন কষ্ট থেকে।’

পরিবারের সদস্যদের সঙ্গে মো. নাজিম উদ্দিন আহমেদ (সাদা পোশাক) প্রয়াতের পারিবারিক সূত্রে জানা যায়, মরহুমের জানাজা হবে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বাদ জোহর মোহাম্মদপুর ইকবাল রোড জামে মসজিদে। এরপর তাকে সমাহিত করা হবে বনানী কবরস্থানে।

এদিকে, জয়ের পিতৃবিয়োগে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে শোক প্রকাশ করা হয়েছে শোবিজের সহকর্মী ও নানা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা