শেষ বাঁশি বাজতেই তাদের উৎসবটা ঠিক যেন শিরোপা জয়ের। অথচ সবে শেষ ৩২-এর লড়াই! এরপরও আলকোয়ানো কাছে এই জয়টা ট্রফি জেতার আনন্দের মতোই। তৃতীয় বিভাগের দল হয়েও কিনা তারা হারিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদকে! হ্যাঁ, বুধবার রাতে অঘটনের শিকার হয়েছে মাদ্রিদের ক্লাবটি। পুচকে আলকোয়ানোর কাছে হেরে বিদায়ঘণ্টা বেজে গেছে তাদের কোপা দেল রে থেকে।
অতিরিক্ত সময়ের গড়ানো ম্যাচে রিয়ালকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস লিখেছে আলকোয়ানো। নির্ধারিত সময় স্কোরলাইন ছিল ১-১। অতিরিক্ত সময়ের শেষ দিকে গিয়ে তারা জয়সূচক যে গোলটি পেয়েছে, সেটি আবার এসেছে ১০ জন নিয়ে। অর্থাৎ, একজন খেলোয়াড় কম নিয়ে রিয়ালকে হারিয়ে কোপা দেল রের শেষ ষোলোতে উঠেছে তৃতীয় বিভাগের দলটি, বাধভাঙা উৎসবে তো তারা মাতবেই।
সমান্তরালে লজ্জার অতল গভীরে নিমজ্জিত রিয়াল। তাদের এই অঘটন নতুন করে জাগিয়ে তুলেছে নিচের বিভাগের দল আলকোরকন ও রিয়াল ইউনিয়নের বিপক্ষে হারের ক্ষত। আর চাকরি নিয়ে আবার টানাটানি শুরু হয়ে গেছে কোচ জিনেদিন জিদানের। আগের সপ্তাহে স্প্যানিশ সুপার কাপে আথলেতিক বিলবাওয়ের কাছে হেরে বিদায় নেওয়ার পর এবার ছিটকে গেলেন কোপা দেল রে থেকে।
যদিও আলকোয়ানোর ঘরের মাঠে ফেভারিটদের মতো করেই শুরু করেছিল রিয়াল। একের পর এক আক্রমণে তারা ব্যস্ত রেখেছে স্বাগতিকদের রক্ষণ। যদিও গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ৪৫ মিনিট পর্যন্ত। বিরতিতে যাওয়ার আগমুহূর্তে লস ব্লাঙ্কোদের এগিয়ে নেন এদের মিলিতাও। মার্সেলোর ক্রস থেকে হেডে জাল খুঁজে পান ব্রাজিলিয়ান ডিফেন্ডার।
বিরতির পরও রিয়ালের আক্রমণ অব্যাহত থাকে। যদিও ব্যবধান বাড়াতে পারেনি, উল্টো ৮০ মিনিটে গোল শোধ করে খেলায় উত্তেজনার ফেরায় আলকোয়ানো। কর্নার থেকে উড়ে আসা বলে পা লাগিয়ে জালে জড়ান হোসে সোলবেস। এরপর আর কোনও গোল না হওয়ায় ম্যাচ যায় অতিরিক্ত সময়ে। সেখানে ১১০ মিনিটে কাসেমিরোকে ফাউল করে রামন লোপেজ লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। অথচ এর পাঁচ মিনিট পরই দারুণ এক গোল করে হুয়ান ভিদাল নিশ্চিত করেন আলকোয়ানোর জয়।
জিদান তার সব অস্ত্রই ব্যবহার করেছেন। বদলি নামিয়েছেন করিম বেনজেমা, এডেন হ্যাজার্ড, টনি ক্রুস ও মার্কো আসেনসিওকে। কিন্তু শেষরক্ষা হয়নি। লজ্জার নতুন অধ্যায় খুলে রিয়াল বিদায় নিয়েছে তৃতীয় বিভাগের দলের কাছে হেরে।